ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারি আটক

0
199

ব্রাহ্মণবাড়িয়ায় ১৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্প। আটক যুবকের নাম রাসেল মিয়া (৩৫) । রোববার (১৮ সেপ্টেম্বর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারা গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালায় র্যাবের সদস্যরা। এ সময় তার ঘর তল্লাশি করে ১৯২ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। এ বিষয়ে র‍্যাব ১৪ এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here