ব্রাহ্মণবাড়িয়ায় পাখির হাটের নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবীতে মানববন্ধন

0
128

ব্রাহ্মণবাড়িয়ায় পাখি বিক্রয়ের নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবীতে মানববন্ধন করেছে পাখি খামারী ও ব্যবসায়ীবৃন্দ। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থানের পাখি খামারী ও ব্যবসায়ীরা অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, পাখি ব্যবসায়ী হারুনুর রশীদ, মুক্তার সাহেদ, মোঃ সোহেল প্রমূখ। এ সময় বক্তারা বলেন, জেলা শহরে সপ্তাহের শুক্র ও সোমবার এই দুদিন পাখির হাট বসে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে পাখি ব্যবসায়ী ও ক্রেতাদের সমাগম ঘটে। প্রতি হাটেই জেলায় ১০ লক্ষাধিক টাকার পাখি বিক্রী হয়ে থাকে। এতে বিপুল সংখ্যক বেকারদের কর্মসংস্থানেরও ব্যবস্থা হচ্ছে পাশাপাশি দিন দিন এর পরিধিও বাড়ছে। কিন্তু পাখির হাটের জন্য নির্ধারিত স্থান না থাকায় ক্রেতা বিক্রেতারা দুর্ভোগ পোহাচ্ছে। তারা আরো বলেন, দীর্ঘদিন যাবৎ পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরসহ বিভিন্ন জায়গায় আবেদন করেও কোন সুফল পাচ্ছেন না। এতে হাটের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারা অবিলম্বে পাখির হাটের জন্য একটি স্থায়ী জায়গা নির্ধারণের দাবী জানান।

মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here