ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইনে ডিপিএফের উদ্যোগে প্রশিক্ষণ প্রদান
- আপডেট সময় : ১২:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইনে ডিপিএফের উদ্যোগে সুশীল সমাজের মাঝে সামাজিক জবাবদিহিতার উপাদান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) -ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে প্ল্যাটফর্মস ফর ডায়লগ (পিফরডি)এর সার্বিক সহযোগীতায় গতকাল শনিবার অনলাইনে সুশীল সমাজের মাঝে সামাজিক জবাবদিহিতার উপাদান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সভায় সঞ্চালনা করেন মোফাক্কার মোর্শেদ খান-সিভিল সোসাইটি কোর্ডিনেটর পিফরডি। অনলাইনে উপস্থিত সবার পরিচয় পর্ব শেষে আয়েশা আক্তার-যুগ্ম সচিব ও পিফরডির প্রকল্প পরিচালক প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেইসাথে তিনি বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের মাধ্যমে সুন্দর একটি দুর্নীতি মুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে। জনগণের মধ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। এরপর মো. মখলেসুর রহমান -ডেপুটি সেক্রেটারি ও ডিপিডি পিফরডি প্রেজেন্টেশনের মাধ্যমে সেবা প্রদান প্রতিশ্রুতি বা সিটিজেন চার্টার ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাসম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অভিযোগ দাখিল করতে হয় তা সরাসরি দেখিয়ে দেন। তিনি আরও বলেন, আমরা অভিযোগ দিব কাউকে হেউ করার জন্য নয়, আমরা অভিযোগ দিব সঠিক সেবাটি পাওয়ার জন্য। অনলাইন প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য রাখেন আর্সেন স্টেফানিয়ান-টিম লিডার পিফরডি। আরও উপস্থিত ছিলেন আলমগীর মিয়া-রিজিওনাল কোর্ডিনেটর মোছা: খোদেজা বেগম-ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম সভাপতি মো: আরজু মিয়া,সাধারণ সম্পাদক মো: শরীফ উদ্দিনসহ প্রমুখ। প্রশিক্ষণে কাজী, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, ছাত্র-ছাত্রীরা অংশ নেন। শেষে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মো: আরজু মিয়ার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ২ ঘন্টাব্যাপী অনলাইন প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।