বিজয়নগর অফিসার্স ক্লাব ও স্মৃতিসৌধ উদ্বোধন করলেন মোকতাদির চৌধুরী এমপি

- আপডেট সময় : ০৮:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ২৭০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদ স্মৃতিসৌধ উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আজ বুধবার সন্ধ্যায় তিনি উপজেলা পরিষদ এলাকায় এ উদ্বোধন করা হয়। বিজয়নগর উপজেলা পরিষদের অর্থায়নে ৭ লক্ষ টাকা ব্যয়ে শহীদ মিনার ও ৩৫ লক্ষ টাকা ব্যয়ে অফিসার্স ক্লাব নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা মুকাই আলী,উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ,বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঞা,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রি রানী,ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বকুল,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাসেল খান।