বস্তুনিষ্ঠতার চর্চা অব্যাহত রেখে গণমানুষের কথা বলবে ঢাকা পোস্ট
- আপডেট সময় : ০৮:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আজিজুল সঞ্চয়। অনুষ্ঠানে করোনা মহামারির দুঃসময়ে মানবিকতা ছড়ানোয় স্বেচ্ছাসেবী সংগঠন বাউনবাইরার কতা-কে সম্মাননা স্মারক দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম এবং বাউনবাইরার কতা সংগঠনের প্রধান সমন্বয়ক ডা. মাহবুবুর রহমান এমিল। অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। ভবিষ্যতেও এ অনলাইন গণমাধ্যমটি বস্তুনিষ্ঠতার চর্চা অব্যাহত রেখে গণমানুষের কথা বলবে। ঢাকা পোস্ট হয়ে উঠুক গণমানুষের গণমাধ্যম। পরে আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।