সংবাদ শিরোনাম ::
নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পথচারীকে চাপা, দুইজন নিহত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩ ৩১৩ বার পড়া হয়েছে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল এক পথচারীকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী ও পথচারী দুইজনই নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদরের দশদোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আইয়ূবপুর গ্রামের মৃত জিলানীর ছেলে মো. নূরে আলম (৩২) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দামদরোদী গ্রামের নিরঞ্জন দাসের ছেলে রনি দাস (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দশদোনা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নূরে আলম পথচারী রনিকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান এবং আহত রনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে উপজেলার ফেরিঘাট এলাকায় তারও মৃত্যু হয়।