নারীরা এখন আগের মত পিছিয়ে নেই- শিউলী আজাদ এমপি

- আপডেট সময় : ১০:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২ ১৮৬ বার পড়া হয়েছে
নারীরা এখন আগের মত পিছিয়ে নেই, এগোচ্ছে বাংলাদেশ, এগোচ্ছে নারী এ কথা মন্তব্য করেছেন সংরক্ষিত আসনের সাংসদ উন্মে ফাতেমা নাজমা বেগম ( শিউলী আজাদ)। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জেলা শহরের দি সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় নারী নেতৃত্বকে প্রধান্য দিয়ে আসছেন। আমাদের সংসদীয় স্পিকার ও শিক্ষা মন্ত্রীসহ অনেক নারী সাংসদ রয়েছেন। নারীরা এখন আর পিছিয়ে নেই। সকল ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেহানা আক্তার রানি, জেলা মহিলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য আনার কলি ও জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবিয়া আক্তার রাখি প্রমুখ।