আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্রে সংগীত,নৃত্য,গিটার শাখায় ভর্তি চলছে।

- আপডেট সময় : ০১:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ৫৯০ বার পড়া হয়েছে
আবদুল মতিন শিপন।
ওস্তাদ আলাউদ্দিন খাঁ,শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজরিত পুন্যভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলার শুদ্ধ সংস্কৃতি বিকাশ বিদ্যালয় আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র দীর্ঘ দিন যাবৎ এই জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে।অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মনিরেপেক্ষ বাংলাদেশে সংস্কৃতি বান্ধব জেলা গড়ার যে আন্দোলন অব্যাহত আছে সেই আন্দোলনে সারথি হয়ে আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র তার যাত্রা অব্যাহত রেখেছে।সংগীতে জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল খানের তত্ত্বাবধানে গড়ে উঠা আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র অভিজ্ঞ শিক্ষকমন্ডলি দ্বারা সংগীত,নৃত্য,গিটার প্রশিক্ষণ দিয়ে আসছে। এবারও নতুন বছর জানুয়ারি থেকে তাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শহরের পাইকপাড়াস্থ পানির ট্যাংকের বিপরীত পাশে আসিফ টিউটোরিয়াল এন্ড হাই স্কুলে শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া ০১৭৩৬৭২৯৮৩১ এই নাম্বারে কল করলেও ভর্তি কার্যক্রমের তথ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়াও আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষার্থীরা দেশের সরকারি/বেসরকারি সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাষ্টপ্রতি সম্মাননা,বিটিভিতে অনুষ্টিত তারানা সম্মাননা,শিশু পুরস্কার,শিক্ষা সপ্তাহের মত পুরস্কার অর্জন করে শুধু প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করেনি ব্রাহ্মণবাড়িয়ার নাম উঁচু করেছে। প্রতিষ্ঠানটির প্রধান আসিফ ইকবাল খাঁন জেলার সংস্কৃতি স্বজন,অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছে পাশাপাশি শিক্ষার্থীদের শুদ্ধ সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করার আহবান জানিয়েছে।