সরাইলের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আর নেই!
- আপডেট সময় : ০৮:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মিস্টার (৫২) আর নেই (ইন্নালিল্লাহি—রাজিউন)। তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আজ শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। উনার মৃত্যুতে গোটা ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তদ্ধ হয়ে গেছেন ইউএনও ও উপজেলার সকল চেয়ারম্যানগণ।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছিলেন। সম্প্রতি ক্রমেই উনার শাররীক অবস্থার দ্রূত অবনতি হতে থাকে। উন্নত চিকিৎসার জন্য উনার স্বজনরা ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে উনাকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর ৬টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের মৃত্যুর সংবাদে গোটা পানিশ্বর ইউনিয়নে শোকের ছাড়া নেমে এসেছে। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন ও সকল চেয়ারম্যানগণ। এক শোক বাণীতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বাদ আছর হাজার মানুষের অংশ গ্রহণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত: ২০২২ খ্রিষ্টাব্দের স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মোস্তাফিজুর রহমান পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ৪ বছর তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।




















