যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন
- আপডেট সময় : ০৯:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করেছে। এউপলক্ষে গত শনিবার র্যালী, বিনামূল্যে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি বীরমুক্তি যোদ্ধা এডঃ মিন্টু ভৌমিক-এর সভাপতিত্বে সমিতির মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, বিশেষ অতিথি ছিলেন-জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালনক মোঃ আব্দুল কাইয়ুম। এ বারের প্রতিপাদ্য বিষয় ছিল “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলূন”। প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া ডায়াবেটিক রোগ সম্পর্কে আরও সচেতনেতা বৃদ্ধির জন্য রোগীদের কে উদ্ভুদ্ধ করেন। বিশেষ অতিথি
আব্দুল কাইয়ুম তার বক্তৃতায় ব্রাহ্মণবাড়িয়ায় একটি পূর্নাঙ্গ ডায়াবেটিক হাসপাতাল করতে সমাজসেবার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। ডায়াবেটিস রোগ সম্পর্কে রোগীদের সচেতনতা বৃদ্ধির জন্য পরামর্শ প্রদান বক্তব্য রাখেন চীফ মেডিকেল অফিসার ডাঃ মেহজাবিন মুনমুন। আলোচন সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক কাজী কামাল উদ্দিন.যুগ্ম-সম্পাদক এম ওমর ফারুক, সদস্য সাংবাদিক মোহাম্মদ আরজু ও প্রশাসনিক ও হিসাব কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ নুরে-আলম ছিদ্দিকী । সভাপতি তাঁর বক্তব্যে ২৫০ শয্যা বিশিষ্ট একটি পুর্নাঙ্গ আধুনিক ডায়াবেটিক হাসপাতাল নির্মানের জন্য প্রধান অতিথি ও বিশেষ অতিথির সহযোগীতা কামনা করেন।




















