মামা ভাগ্নের আল্ট্রায় ১০০ কিমি ফিনশার
- আপডেট সময় : ০৭:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
গত ১৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটি এডমিন,জেলা রোভার স্কাউট সম্পাদক প্রভাষক অলি আহাদ রতন ২য় বারের মত ১০০ কিলোমিটার রান সমাপ্ত করলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় The Athletics X Ultra Marathon এ। সাথে ছিল ওনার ভাগ্নে BRC এর সক্রিয় ম্যারাথনার জিসান আহমেদ সেজান সহ ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির আরও একজন সক্রিয় সদস্য ও আয়োজক রুবেল আশিক,ম্যানেজার বাংলাদেশ গ্যাস ফিডস কোম্পানি লি:,ওনিও ৫০ কিমি আল্ট্রা রান সমাপ্ত করেছেন। এই আলট্রা রানের ১০০ কিমি,৫০কিমি ও ৩০ কিমি এই তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় ১৪ তারিখ রাত ৮.৩০ এ ১০০কিমি শুরু হয়। এতে প্রভাষক অলি আহাদ রতন সমাপ্ত করেন ১৮ ঘন্টা ১৫ মিনিট এ এবং ওনার ভাগ্নে সেজান ১৭ ঘন্টা ১৫ মিনিট ও ম্যামেজার রুবেল আশিক ৮ঘন্টায় ৫০ কিমি সমাপ্ত করেন। সবাই সুস্থ অবস্থায় সমাপ্ত করেন। এতে জেলায় ইতিহাস গড়েন অলি আহাদ রতন পরপর ১০০ কিমি এর ২ টি আল্ট্রা ম্যারাথন ফিনিশার হিসেবে। প্রভাষক অলি আহাদ রতন বলেন, আলহামদুলিল্লাহ আমার জীবনের সর্বোচ্চ ২ টি ১০০ কিমি রান সমাপ্ত হওয়ায়। জীবনের সবচেয়ে কঠিন ও ধৈর্য্য পরীক্ষার সেরা প্লাটফর্ম, এই আল্ট্রা ম্যারাথন একমাত্র ট্রেনিং ও মানসিকভাবে প্রস্তুত হওয়ায় আমার পক্ষে সম্ভব হয়েছে। এ জগত একটি খেলাধুলার মধ্যে সবচেয়ে কঠিনের একটি।এখানে ২০০,৩০০,৪০০ কিলোমিটার এ দূরত্বের দৌড় প্রতিযোগিতা রয়েছে। আমার ইচ্ছে জেলার প্রতিনিধি হয়ে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও জেলা ও দেশের জন্য সাফল্য,সম্মান বয়ে আনা। সবার দোয়া ও সহযোগিতা চাই। অলি আহাদ রতন পেশা জীবনে শহীদ স্মৃতি সরকারি কলেজ, আখাউড়া এর প্রভাষক-রাষ্ট্রবিজ্ঞান এ অধ্যাপনায় আছেন।




















