ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের উদ্যোগে শিল্পী সম্মাননা,বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
74
শিল্পী সম্মাননা,বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শিল্পী সম্মাননা,বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের উদ্যোগে শিল্পী সম্মাননা, বৃত্তি প্রদান,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের লেকচার থিয়েটার কক্ষে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর কাজী মো.মোস্তফা জালাল, ইংলিশ শর্ট কোর্স সেন্টারের পরিচালক প্রফেসর ড.মো. শাহআলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, । স্বাগত বক্তব্য প্রদান করেন ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি এস. আর. এম ওসমান গনি সজিব। অনুষ্ঠানে প্রধান অতিথি তিতাস পাড়ের উন্নয়ন রাজনীতির বরপুত্র র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী তিতাসপাড়ের গুনীশিল্পী শ্রীমতি সন্ধ্যা রায়কে সম্মাননা প্রদান করেন। সম্মাননাপ্রাপ্ত শিল্পীকে উত্তরীয়,ক্রেষ্ট ও দশ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়। দশ জন মেধাবী শিক্ষার্থীকে যথাক্রমে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী মেধাবৃত্তি ও প্রফেসর ফাহিমা খাতুন মেধাবৃত্তি হিসেবে শুভেচ্ছা স্মারক ও দশ হাজার টাকা প্রদান করা হয়। বীরমুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী শিক্ষাবৃত্তি প্রাপ্তরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শোভা রানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া,বগুড়া মেডিকেল কলেজের শিক্ষার্থী মোছাঃসাহিদা সুলতানা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্ঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী নাফিজা মেহজাবিন বেনজীর ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা, ভারত নৃত্যকলা ও আধুনিক জীবন ব্যবস্থা বিভাগ এর শিক্ষার্থী জুনায়েদ হোসেন বাবু। প্রফেসর ফাহিমা খাতুন শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ইশরিকা মাশিয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূরজাহান নূরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রানা মিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী গোলাম রব্বানী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী অনামিকা মল্লিক। বিভিন্ন জাতীয় দিবসে আয়োজিত কবিতা আবৃত্তি, ছবি আঁকা, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫৮ জনকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আলেয়া জাহান তৃপ্তি ৩৮ তম বিসিএস সাধারণ শিক্ষায় নিয়োগপ্রাপ্ত হওয়ায় অভিনন্দন স্মারক প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রুনাক সুলতানা পারভীন,অবনী সরকার, তনুজা দেবনাথ, সুব্রত সাহা, মোশতাক আহমেদ, অনন্যা বনিক, জান্নাতুল মাওয়া দোলন, তৌহিদ মামুন, মুন্তাসিরুল হক, সাইমন । নৃত্য পরিবেশন করেন ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের নৃত্যদল।অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের আবৃত্তি বিভাগের পরিচালক শেখর চন্দ্র চৌধুরী এবং তনুজা দেবনাথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here