ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নিকট ‘আশা’র ৪০০ শীতবস্ত্র হস্তান্তর
- আপডেট সময় : ০৭:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে
দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য মানবিক উদ্যোগ হিসেবে দেশের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’ প্রতিবছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর ২০২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৪০০টি শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করা হয়। ‘আশা’ ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার অবিনাশ চন্দ্র বেপারী ও সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন জেলা প্রশাসক মিজ শারমিন আক্তার জাহানের নিকট এসব শীতবস্ত্র হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাজহারুল ইসলাম, আশা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ জয়নাল আবেদীন, সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার বিজয় চন্দ্র সাহা, ঘাটুরা ব্রাঞ্চের ম্যানেজার মোজাম্মেল হক, সিনিয়র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ও এনজিও সমন্বয়কারী মোঃ শাহীন আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া , এডাব সভাপতি এস এম শাহীন,মোঃ জিয়াউর রহমান ও পরিমল চন্দ্র সরকারসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।




















