সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সাবেক মেম্বারের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বাজার এলাকায় ট্রাকচাপায় মো. শিরু মিয়া (৭০) নামে সাবেক এক ওয়ার্ড মেম্বার নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিরু মিয়া বুধল ইউনিয়নের বুধল গ্রামের নন্দনপুর সাবরবাড়ির বাসিন্দা সরুজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার ছিলেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে বিশ্বরোডগামী একটি ট্রাক রাস্তা পার হওয়ার সময় শিরু মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




















