কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নাম এর লেখক অদ্বৈত মল্লবর্মণের ১০৯ তম জন্মদিবস উদযাপন করেছে সাহিত্য একাডেমি। আজ রবিবার ১লা জানুয়ারি বিকাল তিনটায় শহরের গোকর্ণঘাট গ্রামে মালো পাড়ায় অদ্বৈত ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের অদ্বৈত মল্লবর্মণ ভবনে সাহিত্য একাডেমি সহসভাপতি উপাধ্যক্ষ একেএম শিবলীর সভাপতিত্বে আলোচনা অনুষষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক কাউন্সিলর ফেরদৌস মিয়া। আলোচনার শুরুতে নাট্য ব্যক্তিত্ব ও স্থানীয় দৈনিক সমতট বার্তা পত্রিকার সম্পাদক মনজরুল আলমের স্ত্রী ডালিয়া খানমের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন স্বাগত এবং জামিনুর রহমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। আলোচকগণ বলেন, সাহিত্য একাডেমি ১৯৯০ সন থেকে অদ্বৈত জন্মোৎসব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের এই দিনে তাঁর জন্মভিটায় পুষ্পার্ঘ্য অর্পণসহ সাংস্কৃতিক আয়োজন করে থাকে। আলোচনায় অংশগ্রহণ করেন, সাহিত্য একাডেমির পরিচালক ও গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রম্য লেখক পরিমল ভৌমিক, সাহিত্য একাডেমির সদস্য রোকেয়া রহমান, লেখক আমির হোসেন, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, সহকারী অধ্যাপক মো. হানিফ, আবুল হাসনাত, সাহাবুল হোসেন ভূইয়া। এছাড়াও বক্তব্য রাখেন মালো পাড়ার নির্মল বর্মণ, লাল চান সূত্রধর, বিশ্ব বর্মণ, স্বপন বর্মণ। আলোচনা শেষে সাহিত্য একাডেমি পরিবেশনায় দলীয় আবৃত্তি পরিবেশন করেন বুশরা, আমান উল্লাহ্, মো. রামিম, সাঈদ ও পূর্ণিমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাহিত্য একাডেমির প্রশিক্ষক সোহেল আহাদ।
News Title :
সাহিত্য একাডেমির আয়োজনে অদ্বৈত মল্লবর্মণের ১০৯ তম জন্মদিবস পালন
- Reporter Name
- Update Time : 08:47:11 pm, Sunday, 1 January 2023
- 87 Time View
Tag :
জনপ্রিয় খবর