ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তামিম মিয়া (৮) নামের এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। তামিম চুন্টা গ্রামের শফিক মিয়ার ছেলে। বলাৎকারের অভিযোগ গ্রামের মিলন মিয়ার ছেলে আনিছ মিয়ার উপর। বলাৎকারের শিকার শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৮টার দিকে একটা আশ্চর্য জিনিস দেখানোর লোভ দেখিয়ে শিশু তামিমকে নিয়ে যায় প্রতিবেশী আনিছ। এনায়েত উল্লাহর পোল্ট্রি ফার্মের একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে তামিমকে জোর পূর্বক বলাৎকার করে আনিছ। এ ঘটনার পর তামিমের পায়ুপথ ফেটে রক্তক্ষরণ শুরু হয়। শিশু তামিমের চাচা বিল্লাল মিয়া জানান, তামিম চিৎকার করতে করতে বাড়িতে এসে ঘটনা খুলে বললে তাকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ইউপি সদস্য আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর শিশু তামিম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। খবর নিয়ে জানতে পারলাম তামিমের অবস্থা বেশী ভালো না। তাদের বাড়িতে গিয়েছিলাম কাউকে পায়নি। সরাইল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই)জসিম উদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে আছি। ভিকটিম তামিম হাসপাতালে ভর্তি আছে। ধর্ষণকারী পলাতক। আইনানুযায়ী ধর্ষণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মাহবুব খান বাবুল