মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
সরাইলে অসহায় দুস্থ ও দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে ‘ পরগণা বন্ধু ফোরাম।’ সরাইল হতে প্রকাশিত সাপ্তাহিক পরগনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সরাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ এর উদ্যোগে ‘পরগনা বন্ধু ফোরামে’র আয়োজনে আজ বাদ জুম্মা সরাইলের বোরহান হোটেলে অর্ধ শতাধিক ভিক্ষুককে দুপুরের খাবার খাওয়ানো হয়েছে। এখন থেকে এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের দাশিত্বশীল ব্যক্তিরা। আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান। এ সময় উপস্থিত ছিলেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, আজীবন সদস্য মো. শফিকুল ইসলাম খন্দকার সেলু, সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাংবাদিক তৌফিক আহমেদ তফছির, সমাজ কর্মী রওশন আলী ও সেলিম ইফরাত প্রমূখ। সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান জানান, ইন শা আল্লাহ, প্রতি জুম্মার দিন পরগনা বন্ধু ফোরামের এই মানবিক কার্যক্রম চলমান রাখতে আমরা সবাই বদ্ধপরিকর। দেশ ও বিদেশে পরগনার যতো বন্ধু আছেন, সবাইকে এই মানবিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।