ব্রাহ্মণবাড়িয়ার বজ্রপাতে তিনজনের মৃত্যু

0
63
ব্রাহ্মণবাড়িয়ার বজ্রপাতে তিনজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বজ্রপাতে তিনজনের মৃত্যু

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বাঞ্ছারামপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকসহ তিন জনের মৃত্যু হয়েছে। নাসিরনগরে বজ্রপাতে মোজাম্মেল হক (৩২) নামে একজন ইটভাটা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ মে) দুপুর দুইটার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে। তিনি ওই গ্রামের মতি মিয়ার ছেলে। গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার বিষয়টি নিশ্চিত করেছে। অপরদিকে একই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে মেদির হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। তার নাম অলি মিয়া। তিনি আশুরাইল গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।

এদিকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে মিত্র চাকমা জানান, বজ্রপাতে মনু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার মানিকপুরে তিনি জমিতে কাজ করছিলেন, তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here