বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে মতামত চাইলে বিষয়টি দেখবে আইনমন্ত্রণালয়
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধান মন্ত্রীর শেখ হাসিনার বধান্যতায় বেগম খালেদা জিয়া কারাদন্ডে দন্ডিত হয়েও মুক্ত থেকে সুচিকিৎসা নিতে পারছেন। তবে বিদেশের চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন তাদের পক্ষ থেকে স্বরাষ্ট মন্ত্রণালয়ে কোন আবেদন করা হয় নি। আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে মতামত চাইতে পারে। পরে বিষয়টি দেখা যাবে এখন কিছু বলা যাবে না। তিনি আজ শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।মন্ত্রী বলেন, এছাড়াও বিএনপির পক্ষ থেকে হরতাল অবররাধের যে হুমকি দেয়া হচ্ছে সে বিষয়ে তিনি বলেন তারা আইন ভঙ্গ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে।