“আবেশ” এর উদ্যোগে দিনব্যাপী “গেট টুগেদার এন্ড পিকনিক ২০২৫অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
দেড়শত বছরের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন “আবেশ” এর উদ্যোগে দিনব্যাপী “গেট টুগেদার এন্ড পিকনিক ২০২৫” গত ৮ ই ফেব্রুয়ারি পূবাইল এ অবস্থিত “হাজারি কটেজ এন্ড রিসোর্টে” অনুষ্ঠিত হয়েছে। অনষ্ঠানে বক্তব্য রাখেন আবেশ এর প্রধান পৃষ্ঠপোষক লে.জেনারেল সাজ্জাদুল হক (অব.), সভাপতি গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ (অব.) ,সাধান সম্পাদক মোঃ খায়রুল ইমাম শামীম, যুগ্ম সাধারন সম্পাদক এম. ডি. জাহিদুল হক ও ড. এম ডি তৌফিকুল ইসলাম মিথিল,১৯৬৭ ব্যাচের বেলাল আহমেদ ,১৯৭০ ব্যাচের বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশিদ,১৯৭৩ ব্যাচের ,সাংবাদিক মোঃ আরজু মিয়া প্রমুখ। বক্তারা অন্নদা স্কুল ঘিরে তাদের অনভুতি ব্যক্ত করেন। প্রধান পৃষ্ঠপোষক লে.জেনারেল সাজ্জাদুল হক (অব.), অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের আসন্ন ১৫০ বৎসর পূর্তি উদযাপনের নানাবিধ পরিকল্পনা সম্বন্ধে সকলকে অবহিত করেন। দিনভর বিভিন্ন ব্যাচের ছাত্রদের নানাবিধ কার্যক্রম, হৈ হুল্লোড়, আড্ডা, ভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর মাধ্যমে দিনটির পরিসমাপ্তি ঘটে।