ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ ২ কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। আখাউড়া থানা পুলিশ জানায়, উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি পুলিশের টিম অভিযান চালায়। এসময় বাউতলা গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সবুজ মিয়া (৩৫), সদর উপজেলার মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার মাদক ব্যবসায়ী আমজাদ আলীর ছেলে মোঃ বাবু আলী (৪০)কে ২৫ বোতল স্কাফ, ৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ বাবু আলীর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পৌর এলাকার মধ্যপাড়ার মাদক ব্যবসায়ী মোঃ বাবু আলী মাদক বিরোধী সংগঠনের আড়ালে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম জানান, আটককৃত বাবু আলী একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন সময় বিভিন্ন স’ানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
News Title :
আখাউড়ায় দুই মাদক কারবারী গ্রেফতার
- Reporter Name
- Update Time : 07:45:39 pm, Tuesday, 31 January 2023
- 186 Time View
Tag :