মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
সরাইলে রেশমাসহ ৪ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার। আজ শুক্রবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত “বেগম রোকেয়া দিবস” উদ্যাপন অনুষ্ঠানে জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে সরাইলের মোছাম্মদ আকলিমা আক্তার রেশমা পেলেন জয়িতা পুরস্কার। সফল জননী ক্যাটাগরিতে শেফালী দাস, শিক্ষা ও চাকরী ক্যাটাগরিতে ফাহমিদা আক্তার। আর সমাজ উন্নয়নে আছমা আক্তার। তাদের প্রত্যেককে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। পেয়েছেন একটি করে সনদপত্রও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত জান্নাত সুলতানা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন।