Dhaka 8:20 am, Saturday, 4 May 2024
News Title :
মা-বাবার নিয়মিত ঝগড়া বিরক্ত হয়ে থানায় শিশু সন্তান সিয়াম পাক্ষিক মত ও পথ এর সম্পাদক হওয়ায় প্রফেসর ফাহিমা খাতুন কে অভিনন্দন নবীনগরে সওজের জায়গায় তৈরি হচ্ছে অবৈধ দোকান: চলছে কোটি টাকার দখল বাণিজ্য। ফেইক আইডি’র মাধ্যমে প্রার্থীর বিরূদ্ধে ষড়যন্ত্র শঙ্কায় থানায় অভিযোগ উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিলেন সরাইল বিএনপি’র সাবেক সম্পাদক আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায় ইমারত আইন অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ সরা্‌ইলে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত সরাইলে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান, সাংবাদিকে আসামী করে মামলা সারাদেশে হিট এলার্ট; চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের চতুর্থ দিনে মুজিবনগর দিবস পালন

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভারত-বাংলাদেশ সম্প্রীতির আবৃত্তিসন্ধ্যা “এক আকাশের তারা”

  • Reporter Name
  • Update Time : 07:03:55 pm, Sunday, 21 May 2023
  • 78 Time View

“এক আকাশের তারা”

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভারত-বাংলাদেশ সম্প্রীতির আবৃত্তিসন্ধ্যা “এক আকাশের তারা”। গতকাল শনিবার রাতে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট লেখক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে আমন্ত্রিত হয়ে আসেন ভারতের ত্রিপুরা থেকে আগরতলার আবৃত্তিদল “কাব্যায়ন”। কাব্যায়নের পরিচালক দীপক সাহার নেতৃত্বে ১১ সদস্যের আবৃত্তিদল “ঋতু বৈচিত্র্য ও মানুষের পক্ষে” শীর্ষক দুটি বৃন্দ পরিবেশনা উপস্থাপন করে ভারতের শিল্পীরা ব্রাহ্মণবাড়িয়ার তিন শতাধিক দর্শককে মাতিয়ে রাখেন। এসময় জেলা প্রশাসক মো.শাহগীর আলমের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী উত্তম কুমার দাস,ফারদিয়া আশরাফি নাওমীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো.শাখাওয়াত হোসেন,জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আমিনুল ইসলাম,দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, ত্রিপুরার নজরুল গবেষক মায়া রায়, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, নারী নেত্রী নন্দিতা গুহ। অনুষ্ঠানের শুরুতের ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা। প্রাসঙ্গিক একক আবৃত্তি করেন ভারতের শিল্পী দীপক সাহা ও বাংলাদেশের শিল্পী রোকেয়া দস্তগীর। এসময় তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা মানুষ মহীয়ান,কাজের লোক ও মজার পদ্য শীর্ষক তিনটি বৃন্দ পরিবেশন করেন। অনুষ্ঠানে দু,সংগঠনের পক্ষ থেকেই শুভেচ্ছা ক্রেস্ট-উপহার বিনিময় করা হয়। দীর্ঘ দুইঘন্টা শতশত দর্শক-শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো আবৃত্তি পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠান উপভোগ করে উচ্ছসিত দর্শকদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আরজু, নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত,রম্য লেখক পরিমল ভৌমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজুল কবীর,সংস্কৃতিসেবী জামিনুর রহমান,তরী আহবায়ক শামীম আহমেদ। আমন্ত্রিত আবৃত্তিদল কাব্যায়ন পরিচালক দীপক সাহা বলেন,আমরা রাজনৈতিক কাঁটাতার অতিক্রম করে কবিতার ছন্দে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এসেছি। আমরা চাই নিয়মিত এমন সম্প্রীতির আয়োজন হউক দু,দেশেই। মানুষ মানুষের পক্ষেই দাঁড়াক। তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক সুজন সরকার বলেন,মুক্তিযুদ্ধের অকৃত্রিম ভারতের সাথে আমাদের সম্পর্ক সবসময় বন্ধুত্বের । এই বন্ধুত্ব আরো বাড়াতে হলে সম্প্রীতি আরো বাড়াতে হবে নাগরিকে-নাগরিকে। সেই লক্ষেই আমরা প্রতিবছর ভারত-বাংলাদেশ আবৃত্তির আয়োজন করে থাকি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় খবর

মা-বাবার নিয়মিত ঝগড়া বিরক্ত হয়ে থানায় শিশু সন্তান সিয়াম

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভারত-বাংলাদেশ সম্প্রীতির আবৃত্তিসন্ধ্যা “এক আকাশের তারা”

Update Time : 07:03:55 pm, Sunday, 21 May 2023

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভারত-বাংলাদেশ সম্প্রীতির আবৃত্তিসন্ধ্যা “এক আকাশের তারা”। গতকাল শনিবার রাতে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট লেখক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে আমন্ত্রিত হয়ে আসেন ভারতের ত্রিপুরা থেকে আগরতলার আবৃত্তিদল “কাব্যায়ন”। কাব্যায়নের পরিচালক দীপক সাহার নেতৃত্বে ১১ সদস্যের আবৃত্তিদল “ঋতু বৈচিত্র্য ও মানুষের পক্ষে” শীর্ষক দুটি বৃন্দ পরিবেশনা উপস্থাপন করে ভারতের শিল্পীরা ব্রাহ্মণবাড়িয়ার তিন শতাধিক দর্শককে মাতিয়ে রাখেন। এসময় জেলা প্রশাসক মো.শাহগীর আলমের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী উত্তম কুমার দাস,ফারদিয়া আশরাফি নাওমীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো.শাখাওয়াত হোসেন,জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আমিনুল ইসলাম,দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, ত্রিপুরার নজরুল গবেষক মায়া রায়, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, নারী নেত্রী নন্দিতা গুহ। অনুষ্ঠানের শুরুতের ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা। প্রাসঙ্গিক একক আবৃত্তি করেন ভারতের শিল্পী দীপক সাহা ও বাংলাদেশের শিল্পী রোকেয়া দস্তগীর। এসময় তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা মানুষ মহীয়ান,কাজের লোক ও মজার পদ্য শীর্ষক তিনটি বৃন্দ পরিবেশন করেন। অনুষ্ঠানে দু,সংগঠনের পক্ষ থেকেই শুভেচ্ছা ক্রেস্ট-উপহার বিনিময় করা হয়। দীর্ঘ দুইঘন্টা শতশত দর্শক-শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো আবৃত্তি পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠান উপভোগ করে উচ্ছসিত দর্শকদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আরজু, নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত,রম্য লেখক পরিমল ভৌমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজুল কবীর,সংস্কৃতিসেবী জামিনুর রহমান,তরী আহবায়ক শামীম আহমেদ। আমন্ত্রিত আবৃত্তিদল কাব্যায়ন পরিচালক দীপক সাহা বলেন,আমরা রাজনৈতিক কাঁটাতার অতিক্রম করে কবিতার ছন্দে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এসেছি। আমরা চাই নিয়মিত এমন সম্প্রীতির আয়োজন হউক দু,দেশেই। মানুষ মানুষের পক্ষেই দাঁড়াক। তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক সুজন সরকার বলেন,মুক্তিযুদ্ধের অকৃত্রিম ভারতের সাথে আমাদের সম্পর্ক সবসময় বন্ধুত্বের । এই বন্ধুত্ব আরো বাড়াতে হলে সম্প্রীতি আরো বাড়াতে হবে নাগরিকে-নাগরিকে। সেই লক্ষেই আমরা প্রতিবছর ভারত-বাংলাদেশ আবৃত্তির আয়োজন করে থাকি।