Dhaka 9:57 pm, Tuesday, 7 May 2024
News Title :
সরাইলের হেমেন্দ্র এখন মো. হিমেল মা-বাবার নিয়মিত ঝগড়া বিরক্ত হয়ে থানায় শিশু সন্তান সিয়াম পাক্ষিক মত ও পথ এর সম্পাদক হওয়ায় প্রফেসর ফাহিমা খাতুন কে অভিনন্দন নবীনগরে সওজের জায়গায় তৈরি হচ্ছে অবৈধ দোকান: চলছে কোটি টাকার দখল বাণিজ্য। ফেইক আইডি’র মাধ্যমে প্রার্থীর বিরূদ্ধে ষড়যন্ত্র শঙ্কায় থানায় অভিযোগ উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিলেন সরাইল বিএনপি’র সাবেক সম্পাদক আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায় ইমারত আইন অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ সরা্‌ইলে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত সরাইলে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান, সাংবাদিকে আসামী করে মামলা সারাদেশে হিট এলার্ট; চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩

ঘাতক ট্রাক কেড়ে নিল ২ কিশোরের প্রাণ গ্রামজুড়ে শোকের মাতম

  • Reporter Name
  • Update Time : 09:50:16 pm, Tuesday, 26 April 2022
  • 209 Time View

সরাইলের দেওড়া গ্রামের কিশোর সালমান (১৬), আনাছ (১৬) ও শরীফ (১৭) তিন বন্ধু। সালমান ও আনাছ দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী। আগামী ঈদকে ঘিরে খুবই আনন্দে ছিল তারা। গত কয়েক দিন ধরে তারা ব্যস্ত ছিল মার্কেটিং-এ। গত ২৫ এপ্রিল সোমবার তারা প্রত্যেকে বাড়িতে ইফতার করে। কিছুক্ষণ পরই মুঠোফোনে যোগাযোগ। পিতার বাইক নিয়ে বাহির হয় শরীফ। একে একে বাহির হয়ে আসে সালমন ও আনাস। টার্গেট শরীফের এক আত্মীয়ের বাড়িতে ইলেকট্রিক কাজ করা। একটু ঘুরাফেরা। সুযোগে সুবিধে হলে কিছু মার্কেটিং। বাইকটি চালাচ্ছিল শরীফ। দেওড়া থেকে এক বাইকে করে তিন বন্ধু রওনা দিল রাজামারিয়াকান্দির উদ্যেশ্যে। ওই গ্রামে শরীফের আত্মীয়ের বাড়িতে ইলেকট্রিক কাজ শেষ করে রাত ৯টার পর রওনা দিল বাড়ির দিকে। ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়াকান্দি এলাকায় বিপরীত থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের বাইকটিকে চাপা দেয়। বাইকসহ সড়কে ছিটকে পড়ে ৩ আরোহী। দ্রূত গতির আরেকটি ট্রাক তাদের উপর দিয়ে যায়। বিকট শব্দে ভেঙ্গে চুরমার হয়ে যায় বাইকটি। ছিন্নভিন্ন হয়ে পড়ে বাইক আরোহী ৩ কিশোরের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। ঘটনাস্থলেই প্রাণ হারায় সালমান ও শরীফ। গুরূতর আহত হয়ে সড়কে ছটফট করতে থাকে আনাছ। আজ মঙ্গলবার দুপুরে দেওড়া জামে মসজিদ মাঠে কয়েকশত লোকের অংশ গ্রহণে জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থারে দাফন করা হয়। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতদের মধ্যে শরীফের চেহারাটি কোন রকমে দেখা যায়। কিন্তু দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সালমানকে প্রথমে চেনাই যায়নি। লাশ উদ্ধার করে থানায় আনার পর স্বজনরা সনাক্ত করেন। আর আশঙ্কাজনক অবস্থায় আনাছকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় ও পরে ঢাকার পঙ্গু হাসাপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। নিহত দুই কিশোরের মৃত্যু সংবাদে মা বাবা পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠছে বাড়ির পরিবেশ। প্রতি মুহুর্তে মুহুর্তে মূর্ছা যাচ্ছেন তাদের মা বাবা। ওদিকে তরতাজা দুই শিক্ষার্থীর আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে গোটা দেওড়া গ্রামজুড়ে চলছে শোকের মাতম। জানাযায় দুই কফিন: জানাযার মাঠে পাশাপাশি দুইটি কফিন। একটিতে সালমান অপরটিতে শরীফের লাশ। বড়ই নির্মম ও হৃদয়বিদায়ক দৃশ্য। পাশে দাঁড়িয়ে কাঁদছে স্বজন ও সহপাঠিরা। দুপুর আড়াইটায় প্রথম জানাযা হয়েছে শরীফের। কফিনটি সরিয়ে নিয়েছেন। এরপর হয়েছে শরীফের জানাযা। এসএসসি পরীক্ষা দেয়া হল না সালমানের: দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষার ছাত্র সালমান। আগামী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করার সকল কাজ সম্পন্ন করেছে। কৃষক কামাল মিয়ার ৪ সন্তানের মধ্যে সালমান দ্বিতীয়। সংসারের একমাত্র ভরসাই ছিল সালমান। পরীক্ষা দেয়ার আগেই জীবন প্রদীপ নিভে গেল সালমানের। ছেলেকে ঘিরে কামালের আশা ও স্বপ্ন দুটিই কেড়ে নিল ঘাতক ট্রাক। ঈদের জন্য ক্রয় করা নতুন কাপড় গুলোকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে সালমান ও শরীফের মা। সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ বিশ্বাস বলেন, ঘাতক ট্রাক দুটির মধ্যে একটিকে (চট্র মেট্রো- ট, ১২-০২২৮) আটক করেছি। মামলা হবে। আইনগত ব্যবস্থা নিব।

মাহবুব খান বাবুল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সরাইলের হেমেন্দ্র এখন মো. হিমেল

ঘাতক ট্রাক কেড়ে নিল ২ কিশোরের প্রাণ গ্রামজুড়ে শোকের মাতম

Update Time : 09:50:16 pm, Tuesday, 26 April 2022

সরাইলের দেওড়া গ্রামের কিশোর সালমান (১৬), আনাছ (১৬) ও শরীফ (১৭) তিন বন্ধু। সালমান ও আনাছ দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী। আগামী ঈদকে ঘিরে খুবই আনন্দে ছিল তারা। গত কয়েক দিন ধরে তারা ব্যস্ত ছিল মার্কেটিং-এ। গত ২৫ এপ্রিল সোমবার তারা প্রত্যেকে বাড়িতে ইফতার করে। কিছুক্ষণ পরই মুঠোফোনে যোগাযোগ। পিতার বাইক নিয়ে বাহির হয় শরীফ। একে একে বাহির হয়ে আসে সালমন ও আনাস। টার্গেট শরীফের এক আত্মীয়ের বাড়িতে ইলেকট্রিক কাজ করা। একটু ঘুরাফেরা। সুযোগে সুবিধে হলে কিছু মার্কেটিং। বাইকটি চালাচ্ছিল শরীফ। দেওড়া থেকে এক বাইকে করে তিন বন্ধু রওনা দিল রাজামারিয়াকান্দির উদ্যেশ্যে। ওই গ্রামে শরীফের আত্মীয়ের বাড়িতে ইলেকট্রিক কাজ শেষ করে রাত ৯টার পর রওনা দিল বাড়ির দিকে। ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়াকান্দি এলাকায় বিপরীত থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের বাইকটিকে চাপা দেয়। বাইকসহ সড়কে ছিটকে পড়ে ৩ আরোহী। দ্রূত গতির আরেকটি ট্রাক তাদের উপর দিয়ে যায়। বিকট শব্দে ভেঙ্গে চুরমার হয়ে যায় বাইকটি। ছিন্নভিন্ন হয়ে পড়ে বাইক আরোহী ৩ কিশোরের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। ঘটনাস্থলেই প্রাণ হারায় সালমান ও শরীফ। গুরূতর আহত হয়ে সড়কে ছটফট করতে থাকে আনাছ। আজ মঙ্গলবার দুপুরে দেওড়া জামে মসজিদ মাঠে কয়েকশত লোকের অংশ গ্রহণে জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থারে দাফন করা হয়। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতদের মধ্যে শরীফের চেহারাটি কোন রকমে দেখা যায়। কিন্তু দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সালমানকে প্রথমে চেনাই যায়নি। লাশ উদ্ধার করে থানায় আনার পর স্বজনরা সনাক্ত করেন। আর আশঙ্কাজনক অবস্থায় আনাছকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় ও পরে ঢাকার পঙ্গু হাসাপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। নিহত দুই কিশোরের মৃত্যু সংবাদে মা বাবা পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠছে বাড়ির পরিবেশ। প্রতি মুহুর্তে মুহুর্তে মূর্ছা যাচ্ছেন তাদের মা বাবা। ওদিকে তরতাজা দুই শিক্ষার্থীর আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে গোটা দেওড়া গ্রামজুড়ে চলছে শোকের মাতম। জানাযায় দুই কফিন: জানাযার মাঠে পাশাপাশি দুইটি কফিন। একটিতে সালমান অপরটিতে শরীফের লাশ। বড়ই নির্মম ও হৃদয়বিদায়ক দৃশ্য। পাশে দাঁড়িয়ে কাঁদছে স্বজন ও সহপাঠিরা। দুপুর আড়াইটায় প্রথম জানাযা হয়েছে শরীফের। কফিনটি সরিয়ে নিয়েছেন। এরপর হয়েছে শরীফের জানাযা। এসএসসি পরীক্ষা দেয়া হল না সালমানের: দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষার ছাত্র সালমান। আগামী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করার সকল কাজ সম্পন্ন করেছে। কৃষক কামাল মিয়ার ৪ সন্তানের মধ্যে সালমান দ্বিতীয়। সংসারের একমাত্র ভরসাই ছিল সালমান। পরীক্ষা দেয়ার আগেই জীবন প্রদীপ নিভে গেল সালমানের। ছেলেকে ঘিরে কামালের আশা ও স্বপ্ন দুটিই কেড়ে নিল ঘাতক ট্রাক। ঈদের জন্য ক্রয় করা নতুন কাপড় গুলোকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে সালমান ও শরীফের মা। সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ বিশ্বাস বলেন, ঘাতক ট্রাক দুটির মধ্যে একটিকে (চট্র মেট্রো- ট, ১২-০২২৮) আটক করেছি। মামলা হবে। আইনগত ব্যবস্থা নিব।

মাহবুব খান বাবুল