ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
- আপডেট সময় : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কর্তৃক এ বছরের নির্ধারিত বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য “Ending Plastic Pollution” যার ভাবানুবাদ করা হয়েছে, “প্লাস্টিক দূষণ আর নয়”। আজ ২৫ জুন, ২০২৫ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তরের অয়োজনে এবং জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় দিবসের প্রতিপাদ্যের উপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার এর সভাপত্তিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা, মোঃ নোমান মিয়া সিভিল সার্জন অফিস ব্রাহ্মণবাড়িয়া, মোঃ নয়ন মিয়া উপপরিচালক পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ নয়ন মিয়া উপপরিচালক পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ, টিআইবি এর প্রতিনিধি দল, বন্ধু ফাউন্ডেশন এর প্রতিনিধি দল, শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের প্রতিনিধি, চেম্বার অব কমার্স এর প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিবর্গ তাদের স্ব স্ব অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, করণীয় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ২৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পাদনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করেন।

















