২ খুন সহ অর্ধডজন মামলার আসামী দূর্ধর্ষ সন্ত্রাসী রানা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
দুই খুন ও এক অস্ত্র মামলাসহ অর্ধডজন মামলার আসামী দূর্ধর্ষ সন্ত্রাসী রানা প্রকাশ হৃদয় মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে সরাইল সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন এএসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ। পুলিশ জানায়, রানা সরাইল নাথপাড়ার মো. কাশেম মিয়ার ছেলে। তার বিরূদ্ধে রয়েছে গ্রেফতারী পরোয়ানা। রানার বিরূদ্ধে শুধু সরাইল থানায় ১টি মারামারি ও ১টি ডাকাতির মামলা রয়েছে। আশুগঞ্জ থানায় রয়েছে ১টি হত্যা, ১টি পুলিশ এ্যাসল ও ১টি অস্ত্র আইনে মামলা। আবার বিজয়নগর থানায় রানার বিরূদ্ধে রয়েছে একটি হত্যা মামলা। রানার বিরূদ্ধে রয়েছে একাধিক গ্রেফতারী পরোয়ানা। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, হত্যা, ডাকাতি, পুলিশকে মারধর ও অস্ত্র মামলার আসামী হয়েও আত্মগোপন করে চলছিল দূর্ধর্ষ সন্ত্রাসী রানা। তাকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছি।