২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় ঘর পাচ্ছে ৩৬৫ ভূমি ও গৃহহীন পরিবার
- আপডেট সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত একক গৃহ হস্তান্তর বিষয়ে প্রেস ব্রিফিং হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৩৬৫ উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করবেন। এরই অংশ হিসেবে সদর উপজেলায় ২৫ জন উপকারভোগী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছেন। তিনি আরো জানান, পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে প্রকৃত ভূমি ও গৃহহীন পরিবারের মাঝেই এসব ঘর বিতরন করা হচ্ছে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাইফ উল আরেফীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।