২০ মে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত সম্প্রীতির আবৃত্তি সন্ধ্যা

- আপডেট সময় : ০৭:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২ ১৮২ বার পড়া হয়েছে
আগামী ২০ মে সন্ধ্যা সাড়ে ৬ টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হবে “ আমরা ভাষায় এক,ভালোবাসায় এক”শীর্ষক সম্প্রীতির আবৃত্তি সন্ধ্যা। বাংলাদেশের তিতাস আবৃত্তি সংগঠন ও ভারতের শ্রুতি বাচিকশিল্প চর্চা কেন্দ্রের যৌথ নিবেদন হিসাবে এ আয়োজন করা হবে। দুটি সংগঠনের এটি দ্বিতীয়বারের মতো আয়োজন। এরপূর্বে ২০২০ সালের ১৩ মার্চ ত্রিপুরার আগরতলায় প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিলো। সম্প্রীতির আবৃত্তি সন্ধ্যার উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো.শাহগীর আলম। এ উপলক্ষে আগামী ১৯ মে সকালে ত্রিপুরার আগরতলা থেকে শ্রুতি বাচিকশিল্প চর্চা কেন্দ্রের ১৩ সদস্যের টীম বরেন্য আবৃত্তিশিল্পী স্মীতা ভট্টাচায়ের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ায় আসবেন। ইতিমধ্যেই সম্প্রীতির আবৃত্তি সন্ধ্যার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো.মনির হোসেন। তিনি বলেন,ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয় নিয়ে ভারতের শ্রুতি ও বাংলাদেশের তিতাস আবৃত্তি সংগঠন সম্প্রীতির আবৃত্তি অনুষ্ঠান,মিলনমেলার আয়োজন শুরু করে। এবারো বণাঢ্য কলেবরে এ আয়োজন করা হচ্ছে। দিকে দিকে শান্তি-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এ প্রয়াস। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।