১৫ আগষ্টে শাহাদাৎবরণকারীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছেন লায়ন ফিরোজুর রহমান ওলিও

- আপডেট সময় : ০৮:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে
সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিওর উদ্যোগে ১৫ আগষ্টে শাহাদাৎবরণকারীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধরা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে
– সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও
বাঙালি জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুু শেখ মজিবুর রহমান সহ ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিওর উদ্যোগে দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার সুলতানপুর ইউপির ইয়াকুব নগর চেয়ারম্যান বাড়িতে এ আয়োজনে লায়ন ফিরোজুর রহমান ওলিওর সভাপতিত্বে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি তাজ মোহাম্মদ ই্য়াসিন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মুজিবুর ্রহমান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড লোকমান হোসেন, সুলতানপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শেখ ওমর ফারুক, ইউনিয়ন ব্যাংকের ব্যবস’াপক কাজী কাইয়ুম খাদেম, লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল, নতুনমাত্রার সম্পাদক আল আমীন শাহীন অন্যান্যের বক্তব্য রাখেন নার্গিস মাহমুদ, শেখ ওমর খৈয়াম হীরা, শেখ ওমর কাইয়ূম মানিক, শেখ ওমর নাঈম, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নিয়াজুল করিম। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিণ্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে। এ উপলক্ষে সকালে লায়ন ফিরোজুর রহমান একাডেমিতে শিশু সমাবেশ আলোচনা, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। সবশেষে সার্বজনীন দুপুরের খাওয়া পরিবেশন করা হয়।
আয়োজনে লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেন, বঙ্গবন্ধু ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি। তিনি তার জীবনের বেশিরভাগ সময় এ দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। যার ডাকে সারা দিয়ে দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য উন্নয়ন ধারা সৃষ্টি করেছেন। এই উন্নয়নধারাকে গতিশীল রাখতে সবাইকে সম্মিলিত ভুমিকা রাখার জন্য তিনি আহবান জানান।