সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ০১:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ ১১২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় সুলতানপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী পায়েল সরদার (২৮) নিহত হয়েছেন। আজ বুধবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক। নিহত পায়েল সরদার জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের কাইয়ূম সরদারের ছেলে। তিনি কুয়েত থেকে আড়াই মাস আগে দেশে ফিরেছেন। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় আহত মোটরসাইকেলচালকের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ওসি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পায়েল। পথিমধ্যে সুলতানপুরে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান এসে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পায়েল নিহত হন। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।