Dhaka 7:52 am, Tuesday, 10 September 2024
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় প্রফেসর ডাঃ ইব্রাহিম এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত বন্যার্তদের পাশে দাড়িয়েছে চাঁদপুর নৌ পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানির বীমার মেয়াদপূর্তি চেক প্রদান ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের আহ্বানে আখাউড়ায় ত্রাণ বিতরণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গুজব প্রতিরোধে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়রকে অশ্রুসিক্ত বিদায় সতীর্থদের

স্মাইল ইন লাইফ এর ১০দিন ব্যাপী ইদ উপহার কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

  • Reporter Name
  • Update Time : 02:11:39 pm, Sunday, 1 May 2022
  • 292 Time View

গত ২১শে এপ্রিল থেকে এই কর্মসূচি শুরু হয়ে ১লা মে দীর্ঘ ১০ কর্মদিবসে এসে তা শেষ হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। তারা দশ দিনের ইদ উপহার কর্মসূচিতে ১০ টি স্থানে এই উপহার বিতরণ করেছের। প্রথমদিন নাটাই ইউনিয়নে ১০০ জন,তারপরে শ্যামপুর বাকাইলে ১০০ জন, গুরুনগর ১০০জন, সুলতানপুর ১০০ জন, রাধিকা,ধরখার ১০০জন, কাজিপাড়া দরগা মহল্লা ১০০জন, সিওঅফিস হুমায়ুন কবির বিদ্যানিকেতনে ১০০জন, পাইকপাড়া আসিফ টিউটোরিয়াল স্কুলে ১০০, সহজপাঠশালায় ১০০জন, সুর্যমুখী কিন্ডার গার্ডেন ১০০জন। ইদ উপহারের মধ্যে কাপড়ের ধরণ ছিল জামা, থ্রিপিস,শাড়ি, লুঙ্গি। তাছাড়া ভাদুঘরে আরও ১০০ পরিবারের মধ্যে ইদ সামগ্রী বাজার বিতরণ করেছে এই সংগঠনটি। সর্বশেষ ইদের দিন অসহায় ৫০ জন বাচ্চাদের দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে এই কর্মসূচি সমাপ্ত হবে। ইদ উপহারের পাশাপাশি তাদের যাকাত ক্যাম্পেইন রয়েছে। যাকাত ক্যাম্পেইনে তাদের ২০টি টিউবওয়েল স্থাপন করা হবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ প্রান্তিক অঞ্চলে বিশুদ্ধ পানির অভাবপূরণের লক্ষ মাত্রা নিয়ে অনুষ্ঠান শেষ হবে সংগঠনটি ২০১৩ সালে আসিফ ইকবাল খানের একক সহযোগিতায় শুরু হয়ে কাজ করছে দুর্বার গতিতে। বর্তমানে সংগঠনের মোট সদস্য ১৭৮জন আর কার্যকরী সদস্য হিসেবে আছে ৩১জন। সকলেই যার যার ভালোলাগা থেকে কাজ করে যাচ্ছে মানুষের জন্য। তাদের লক্ষ্য হচ্ছে সকল অসহায় মানুষের মাঝে হাসি ফুটুক, জীবন সুন্দর হোক সেইসব কথা চিন্তা করে কাজ করা। এই কার্যক্রম বাস্তবায়ন করতে সহযোগিতা করেছে সর্বশ্রেণির মানুষ, বিত্তবান শ্রেণির মানুষ, আত্নীয় স্বজনসহ সকল সদস্যরা। ভবিষ্যতে এই সংগঠনটি একটি বিদ্যাআশ্রম খোলার পরিকল্পনা হাতে নিয়েছে। এতে করে সবার সহযোগিতা চাচ্ছে এই সংগঠনটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

fapjunk
© All rights reserved ©
Theme Developed BY XYZ IT SOLUTION

স্মাইল ইন লাইফ এর ১০দিন ব্যাপী ইদ উপহার কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

Update Time : 02:11:39 pm, Sunday, 1 May 2022

গত ২১শে এপ্রিল থেকে এই কর্মসূচি শুরু হয়ে ১লা মে দীর্ঘ ১০ কর্মদিবসে এসে তা শেষ হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। তারা দশ দিনের ইদ উপহার কর্মসূচিতে ১০ টি স্থানে এই উপহার বিতরণ করেছের। প্রথমদিন নাটাই ইউনিয়নে ১০০ জন,তারপরে শ্যামপুর বাকাইলে ১০০ জন, গুরুনগর ১০০জন, সুলতানপুর ১০০ জন, রাধিকা,ধরখার ১০০জন, কাজিপাড়া দরগা মহল্লা ১০০জন, সিওঅফিস হুমায়ুন কবির বিদ্যানিকেতনে ১০০জন, পাইকপাড়া আসিফ টিউটোরিয়াল স্কুলে ১০০, সহজপাঠশালায় ১০০জন, সুর্যমুখী কিন্ডার গার্ডেন ১০০জন। ইদ উপহারের মধ্যে কাপড়ের ধরণ ছিল জামা, থ্রিপিস,শাড়ি, লুঙ্গি। তাছাড়া ভাদুঘরে আরও ১০০ পরিবারের মধ্যে ইদ সামগ্রী বাজার বিতরণ করেছে এই সংগঠনটি। সর্বশেষ ইদের দিন অসহায় ৫০ জন বাচ্চাদের দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে এই কর্মসূচি সমাপ্ত হবে। ইদ উপহারের পাশাপাশি তাদের যাকাত ক্যাম্পেইন রয়েছে। যাকাত ক্যাম্পেইনে তাদের ২০টি টিউবওয়েল স্থাপন করা হবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ প্রান্তিক অঞ্চলে বিশুদ্ধ পানির অভাবপূরণের লক্ষ মাত্রা নিয়ে অনুষ্ঠান শেষ হবে সংগঠনটি ২০১৩ সালে আসিফ ইকবাল খানের একক সহযোগিতায় শুরু হয়ে কাজ করছে দুর্বার গতিতে। বর্তমানে সংগঠনের মোট সদস্য ১৭৮জন আর কার্যকরী সদস্য হিসেবে আছে ৩১জন। সকলেই যার যার ভালোলাগা থেকে কাজ করে যাচ্ছে মানুষের জন্য। তাদের লক্ষ্য হচ্ছে সকল অসহায় মানুষের মাঝে হাসি ফুটুক, জীবন সুন্দর হোক সেইসব কথা চিন্তা করে কাজ করা। এই কার্যক্রম বাস্তবায়ন করতে সহযোগিতা করেছে সর্বশ্রেণির মানুষ, বিত্তবান শ্রেণির মানুষ, আত্নীয় স্বজনসহ সকল সদস্যরা। ভবিষ্যতে এই সংগঠনটি একটি বিদ্যাআশ্রম খোলার পরিকল্পনা হাতে নিয়েছে। এতে করে সবার সহযোগিতা চাচ্ছে এই সংগঠনটি।