স্বাধীনতা দিবসে সরাইল মহিলা কলেজের নানা কর্মসূচি পালন

- আপডেট সময় : ০৮:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২ ১৮০ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা কর্মসূচি পালন করেছে সরাইল মহিলা কলেজ। দিবসটি পালন উপলক্ষে আজ সকালে শহিদ মিনারে পুস্ফস্তবক অর্পণের পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, একক সংগীত, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রভাষক নাঈমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন। বক্তব্য রাখেন-ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ, লেখক ও গবেষক সঞ্জীব কুমার দেবনাথ, প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসক্লাবের আজীবন সমস্য ফয়সাল আহমেদ মৃধা, মহিলা কলেজের প্রভাষক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও প্রভাষক মো. শফিকুল ইসলাম। উপসি’ত ছিলেন- প্রভাষক মো. রূহুল আমীন রূবেল, সায়মা খান বণি, ছাকিয়া বেগম, মো. জাকিরূল ইসলাম ও অনন্যা মালাকার।
মাহবুব খান বাবুল