‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশানুসারে পুলিশের পাশে থেকে সকলেই দায়িত্ব পালন করুন’- অতিরিক্ত পুলিশ সুপার
- আপডেট সময় : ০৬:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুঁজা ২০২৩ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষে সকলেই সচেতনতার সাথে দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার যে নির্দেশনা দিয়েছে সেই গুলি মিলে মিশে পালন করুন। শুধু পুলিশের উপর ভরসা করবেন না। আপনারা পুলিশের পাশে থেকে দায়িত্ব পালনে সহায়তা করবেন। পুলিশ সংখ্যায় কম। তাই নিজেরা ভলান্টিয়ার গ্রুপ তৈরী করুন। কোন ধরণের গুজবে কান দিবেন না। প্রত্যেক মন্ডপের প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা স্থাপন করুন। পুলিশ আপনাদের পাশে পূর্বে ছিল, এখনোও আছে, ভবিষ্যতেও থাকবে। দায়িত্ব পালনকালে পুলিশ বা আনসার সদস্যদের কোন গাফিলতি বা ক্রুটি থাকলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন। এ বছর শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পালন নিশ্চিত করতে গতকাল সন্ধ্যায় সরাইল থানার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোল্লেখিত কথা গুলো বলেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাঁইন (পিপিএম)। তিনি বলেন সমাজরর সকলে মিলেমিশে সম্মিলিত ভাবে সচেতনতার সাথে কাজ করলে কোন সমস্যা হবে না। সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা এস আই মো. জয়নাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল থানান অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পূঁজা উৎযাপন কমিটির সভাপতি দেব দাস সিংহ রায়, সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা: আছমা বেগম, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পূঁজা উৎযাপন কমিটির নেতা বীর মুক্তিযোদ্ধা অক্ষয় কুমার চৌধুরী, জগদীশ সরকার, অশীম কুমার ধর, অরবিন্দ দত্ত, বিধান চন্দ্র দেব ও চয়ন।