স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ আয়োজন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

- আপডেট সময় : ০৯:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ১৬৮ বার পড়া হয়েছে
শুভ এই মাহেন্দ্রক্ষণ উদযাপনে শনিবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে ঢাক-ঢোল, ব্যানার, ফেস্টুনসহ একটি আনন্দর্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফারুকী পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। পরে ফারুকী পার্ক চত্বরে পদ্মা সেতুর উদ্বোধন সরাসরি প্রদর্শন করা হয়। আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো: শাহগীর আলম, পুলিশ সুপার মো: আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও দিনটি উদযাপনে ঢাকা থেকে আগত ও স্তানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এনই আকঞ্জি