মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে সরাইল মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে প্রভাষক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন। কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শ্রাবন্তি কর্মকারের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরূ হয় সভা। বক্তব্য রাখেন- প্রভাষক মো. রূহুল আমীন রূবেল, মো. শফিকুর রহমান, মো. জহিরূল ইসলাম, ছাকিয়া বেগম, ছায়মা খান বণি ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত পাঠান। বক্তারা ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু ও তার দলের বিজয়, ক্ষমতা হস্তান্তরে নিয়াজি ভুট্রোর নানা তালবাহানা, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশের) নিরীহ নারী পুরূষদের উপর পাকবাহিনীর নির্মম অত্যাচার নিপীড়ন নির্যাতন, বঙ্গবন্ধু কর্তৃক অসহযোগ আন্দোলনের ডাক, শেখ মুজিবকে গ্রেপ্তার, পাকিস্তানের কারাগারে নির্যাতন, ফাঁসি দেওয়ার চেষ্টা, কারাগারের পাশে কবর খুঁড়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা, আন্তর্জাতিক চাপে পাকিস্তানের সকল পরিকল্পনা নস্যাৎ, ও সবশেষে দেশের মাটিতে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন বিষয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন। এসব ঘটনাবলী শুনে শিক্ষার্থীরা আবেগ আপ্লোত হয়ে পড়ে।