সুহিলপুর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের সাথে এমপি মোকতাদির চৌধুরীর মত বিনিময়

- আপডেট সময় : ০৯:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের সাথে মত বিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। শুক্রবার সন্ধ্যায় শহরের সূর সম্ম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী খাইরুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল কুদ্দস, সাচ্ছু মিয়া, আরজাহান আরজু, খোকন খন্দকার, বাবু সরকার, সুবেল খন্দকার, সুহেল হাজারী, কাজী মামুন, জীবন খন্দকার, ইয়াকুব মিয়া, জামাল মোল্লা, ইকবাল মোল্লা, জয়নাল, জয়নাল মেম্বার, ছাদীর মিয়া, আলমগীর মিয়া, ফছির হাজারী, কাজী আনিছ, ইলিয়াস মোল্লা, হারুন হাজারী, হাসেম হাজারী, হেলাল মিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, দেশে নির্বাচনের হাওয়া চলছে। ৩০টি দল অংশ গ্রহণ করেছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য অনেক চেষ্টা করেছে কোন লাভ হয় নি। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সকলকে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছেন। এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।