সাহিত্য একাডেমির কর্মশালায় সরকার আমিন ও শাহনাজ মুন্নী
- আপডেট সময় : ০৮:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ১২০৩ বার পড়া হয়েছে
‘তাও দর্শন’ বিষয়ক কর্মশালা আয়োজন করতে যাচ্ছে সাহিত্য একাডেমি। আড়াই হাজার বছরেরও পুরোনো চীনা দর্শন-কাব্য ‘তাও তে চিং – লাওৎস’ নিয়ে কর্মশালাটি হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় মেড্ডাস্থ লাইজিয়াম ল্যাঙ্গুয়েজ ক্লাবে সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে ও পাভেল রহমানের সঞ্চালনায় কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক কবি ও দর্শন ভাবুক সরকার আমিন এবং কবি, কথাসাহিত্যিক ও নিউজ ২৪ টিভি চ্যানেলের প্রধান বার্তা সম্পাদক, সাংবাদিক শাহনাজ মুন্নী। কর্মশালার শুরুতেই প্রশিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ও সাধারণ সম্পাদক নূরুল আমিন। কর্মশালায় পূর্ব নির্ধারিত ৩০ জনের নিবন্ধিত অংশগ্রহণে দুই ঘণ্টাব্যাপী চলে। কর্মশালা শেষে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ শিক্ষানুরাগী সোপানুল ইসলাম সোপানের আলোচনার মাধ্যমে কর্মশালা সমাপ্ত ঘোষণা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে ছিলেন (নিবন্ধন সিরিয়াল অনুযায়ী)- নুসরাত জাহান বুশরা, নাশিদ সাবা নূর তাসনীম মার্সি, মো. আমানউল্লাহ, মো. রামিম, সাইদ সরকার, নন্দিতা, সানজিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস শিমুল, জামিনুর রহমান, সৈকত ভূইয়া জয়, সাব্বির আহমেদ, ফারুক আহমেদ, জহিরুল ইসলাম ভূইয়া স্বপন, জান্নাত, রোকসানা আক্তার তৃপ্তি, সোহেল আহাদ, নূরুল আমিন, রিপন দেবনাথ, রুদ্র মুহম্মদ ইদ্রিস, ঝর্ণা আক্তার, আমির হোসেন, মনিরুল ইসলাম শ্রাবণ, হুমায়ুন কবির, এমএ হানিফ, সেলিম হোসেন হাওলাদার, ওবায়েদ মুন্সি, শামীম আহমেদ, খালেদা মুন্নী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ, কবির হোসেন, মাহিন, রাজিব। কর্মশালা সমন্বয় করেন সাহিত্য একাডেমি সদস্য নুসরাত জাহান বুশরা ও সাইদ সরকার।