মুক্তিযুদ্ধ ও অসাম্প্রাদায়িক ব্রাহ্মণবাড়িয়া শিরোনামে আলোচনা, আবৃত্তি ও বাউল গানের আয়োজন করেছে সাহিত্য একাডেমি। আজ শনিবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু স্কয়ারে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সভাপতিত্ব করবেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন।
Home সাহিত্য-সংস্কৃতি সাহিত্য একাডেমির আয়োজনে আজ ‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক ব্রাহ্মণবাড়িয়া’ বিষয়ক আলোচনা ও বাউল...