ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলায় হলুদ জয়ী হয়েছে। শনিবার বিকাল ৩টায় বিশিষ্ট রাজনীতিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক প্রতিবছরের ন্যায় এবারও শহরের শেরপুর মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা. ফরিদুল হুদার সন্তান ডা. নাজমুল হুদা বিপ্লব, বদরুল হুদা, ফারুক আহমেদ ভুইয়া, শামীম আহমেদ, ডা. মতিন আহমেদ , জামিনুর রহমান, নূরুল আমিন, মূসা খান, রিপন দেবনাথ। খেলায় বক্তারা বলেন, ডা. ফরিদুল হুদা চিকিৎসা সেবার পাশাপাশি খেলাধূলার প্রতি নিবেদিত ছিলেন। তিনি জেলার হারিয়ে যাওয়া খেলাগুলো পুনরুদ্ধারের জন্য সর্বাধিক চেষ্টা করেছেন যার মধ্যে গুটিদাড়া খেলাটি অন্যতম। এ খেলাটি বাংলাদেশের আর কোথাও হয় না। খেলায় ধারাভাষ্যকার ছিলেন সানাউল হক ডা. মতিন রহমান। খেলাটি পরিচালনা করেন এরশাদ মিয়া, কালা মিয়া ও ইলিয়াছ মিয়া। খেলায় প্রতি দলে ১১জন করে খেলোয়ার অংশগ্রহণ করেন খেলার শুরুতে নীল দল প্রথমে বেট করে চল্লিশ মিনিটে ১৪ পয়েন্ট সংগ্রহ করে। দ্বিতীয়ার্ধে হলুদ দল মাঠে নেমে চল্লিশ মিনিটের মধ্যে মাত্র ২৯ মিনিটে ১১ মিনিট হাতে রেখে ১৫ পয়েন্ট তুলে জয় নিশ্চিত করেন।
News Title :
সাহিত্য একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলায় হলুদ দল জয়ী
- Reporter Name
- Update Time : 08:51:16 pm, Saturday, 14 January 2023
- 266 Time View
Tag :
জনপ্রিয় খবর