“সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধরে রাখবার জন্য আমরা নিয়ত সংগ্রাম করছি”

- আপডেট সময় : ০৯:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ ৬১৬ বার পড়া হয়েছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধরে রাখবার জন্য আমরা নিয়ত সংগ্রাম করছি। সম্প্রীতি বাঁচলেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন,বক্তৃতায় নয় কাজী নজরুল ইসলামের মতো সাম্যবাদী কবিদের কবিতা পাঠ করলে এবং আবৃত্তি শুনলেই আমরা সম্প্রীতির প্রকৃত বার্তা পাই। তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আন্দোলন “সম্প্রীতির সংগ্রামে আমরা”শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। “সবার উপরে মানুষ সত্য”শীর্ষক শ্লোগানকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন সম্প্রীতির সংগ্রামে আমরা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেন। শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য আবৃত্তিজন মোকাদ্দেস বাবুল। তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো.মনির হোসেন এর সঞ্চালনায় তিতাস আবৃত্তি সংগঠনের শিশুদল “সবার দেশ” মধ্যমদল “সাম্যবাদী ও বড়দল “কান্ডারী হুশিয়ার” বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। আমন্ত্রিতদল হিসাবে সোনালী সকাল সম্প্রীতি বিষয়ক বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। একক আবৃত্তি করেন তিতাস আবৃত্তি সংগঠনের উত্তম কুমার দাস,সুজন সরকার,রেজা এ রাব্বী,আনিসুর রহমান,পঙ্কজ দেব,ফারদিয়া আশরাফি নাওমী,সোহাগ রায়,তাসফিয়া ইসলাম প্রমি,ফাহিমা সুলতানা,সানিয়া আক্তার,প্রিয়া সাহা। আমন্ত্রিতশিল্পী হিসাবে পরিবেশনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমী সভাপতি মনিরুজ্জামান ভূঞা শিপু,ঐকতান সংস্কৃতি চর্চা কেন্দ্রের পরিচালক শিবলী চৌধুরী। একক ও দলীয় আবৃত্তি শেষে সুর ও তাল সঙ্গীত নিকেতনের শিল্পীরা পরপর দুটি সম্প্রীতির সঙ্গীত সমবেতকন্ঠে পরিবেশন করেন। মঞ্চে অতিথি হিসাবে উপসি’ত থেকে সম্প্রীতির সংহতি প্রকাশ করেন জেলা জাসদ সভাপতি এড.আখতার হোসেন সাঈদ,জেলা আওয়ার্কার্স পার্টি সভাপতি এড.কাজী মাসুদ আহমেদ,জেলা আওয়ামীলীগ সহসভাপতি মুজিবুর রহমান বাবুল,জেলা ক্রীড়া সংস’ার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,বিএমএ সাধারণ সম্পাদক ডা.আবু সাঈদ,বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম,সাহিত্য একাডেমী সভাপতি কবি জয়দুল হোসেন,রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী,নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত। অন্যান্যের মাঝে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড.লোকমান হোসেন,বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী,মোকতাদির চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ পার্থ তলাপাত্র,বঙ্গবন্ধু পরিষদ যুগ্ম-আহবায়ক ফয়েজুল কবীর, খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার,চেতনায় স্বদেশ পাঠাগার প্রতিষ্ঠাতা কবি আমির হোসেন,কবি আবদুর রহিম,কবি রোকেয়া রহমান,কবি শিরীন আক্তার,নোঙর সভাপতি শামীম আহমেদ,সাধারণ সম্পাদক খালেদা মুন্নী,জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন,জেলা পরিবহন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম।