তানজিল স্মৃতি পরিষদ গঠন
সাবেক জেলা ক্রিকেটার মাহবুবুর রহমান তানজিলের স্মরণে মধ্যপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বুধবার ১৪ ডিসেম্বর বিকালে আছর নামাজের পর মধ্যপাড়া তানজিল ভক্তবৃন্দ এর উদ্যোগে মাহবুবুর রহমান তানজিলের আত্মার মাগফেরাত কামনায় মধ্যপাড়া পোয়াপুকুর পাড় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদদে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, এডভোকেট মাহবুবুল আলম খোকন, সাংবাদিক আল আমিন শাহীন ও জেলা চেম্বারের পরিচালক আল মামুন। দোয়া ও মিলাদের শেষে সোহেল আহাদকে আহবায়ক করে তানজিল স্মৃতি পরিষদ গঠন করা হয়। মো. শফিকুল ইসলাম চৌধুরী, মো. শিশির ভূঁইয়া, মো. ইয়াকুব মিয়া (চমক), আল মামুন, শাহ্রপিন আহমেদ, ইমতিয়াজ হোসেন শাহীন, সৈয়দ মো. সিরাজুল ইসলাম, মো. নিজাম উদ্দিন, সাইফুল কবির তৌহিদ, রেজুয়ানুল হক মনিকে উপদেষ্টা করা হয়। কমল হাসান, মামুন-উর-রশিদ, কাজী নাজমুল ইসলাম উজ্জ্বল, মো. আরিফ, রোমান আহমেদ, হারুন-উর-রশিদ, রাজীব আহমেদ, বিল্লাল হোসেন, সাইফুল আজিজ সোহেল, ইকবাল হোসেন, ইসমাইল জুম্মান, সাকিবুল আলম রকি, ইজাজুল হক রাব্বি, মো. ইমরান খান, ফারাবী সাদমান জিদনী, হাবিবুর রহমান পারভেজকে সদস্য করা হয়। দোয়া ও মিলাদে আগত অতিথিরা বলেন, মাহবুবুর রহমান তানজিল ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট অঙ্গনের এক নক্ষত্র ছিলেন। তিনি তার খেলাধূলার পাশাপাশি প্রজন্ম সৃষ্টি করার ভাবনা থেকেই আজ তার অনুরাগী তৈরি হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধ্যপাড়া শান্তিবাগ মসজিদের ঈমাম আবুল খায়ের। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান পারভেজ। উল্লেখ্য, মাহবুবুর রহমান তানজিল গত ৯ ডিসেম্বর ২০২২ রাত ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।