সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এড. হুমায়ুন কবীরের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ১০:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ২৭৩ বার পড়া হয়েছে
সাবেক পৌর চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এড. হুমায়ুন কবীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগের আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মরহুমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, বেলা ১১টায় কোরআন খতম, বেলা ১২টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মরহুম এড. হুমায়ুন কবিরের সহধর্মিনী মিসেস নায়ার কবির। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, নিলুফা ইয়াছমিন, মিজানুর রহমান, ওমর ফারুক জীবন, নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, কর নির্ধারক এস এম আলম, কর আদায়কারী মোঃ ইলিয়াছ মিয়া, বাজার পরিদর্শক হুমায়ুন কবির, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ইউনিট শাখার সভাপতি মুজিবুর রহমান, দৈনিক দিনদর্পণ পত্রিকা নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, আসিফ টিউটোরিয়াল হোমের পরিচালক আসিফ ইকবাল খান প্রমুখ। পৌরসভার পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলাচনা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, এম এ মালেক চৌধুরী, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, মোঃ সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ইউনিট শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া পরিচালনা করেন পাইকপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাদিয়াতুল্লাহ্ নূর। সভায় বক্তারা প্রয়াত আলহাজ্ব হুমায়ুন কবিরের জীবদ্দশায় বর্ণাঢ্য কর্মময় জীবনের আলোকপাত করেন। বক্তারা বলেন, এড. হুমায়ুন কবির একজন ক্ষনজন্মা পুরুষ। তিনি আপনার জনসাধারণের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। সমগ্র ব্রাহ্মণবাড়িয়ায় ছিল তাঁর বিচরণ। এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা প্রতিষ্ঠান গড়াসহ শিক্ষার প্রসারে ব্যাপক অবদান রেখে গেছেন।