ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ৫৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত চলা চলের রাস্তায় বেড়া নির্মাণ, একসপ্তাহ ধরে অবরুদ্ধ বৃদ্ধ কাজল মিয়ার পরিবার রূপম ধরের তুলিতে তিতাস পাড়ের গল্প: তরী বাংলাদেশের নদী সম্মেলন সংবাদ সম্মেলনের মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশে প্রতিবাদ: বেদে প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি একটি পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ আ.লীগ নেতা ও এস.আই’র বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় এনেসথেসিয়া সোসাইটির কমিটি গঠন, নেতৃত্বে ডা. মকবুল-ডা. আরিফ ৫০ কেজি গাঁজা ১টি পিকআপ ভ্যানসহ ১ জন গ্রেফতার জনগণের ভালবাসা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে-খালেদ হোসেন মাহবুব শ্যামল

সাপু নিহতের ১৫ দিন পর ২ পুলিশ সহ ১৫ জনের বিরূদ্ধে স্ত্রীর হত্যা মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে পুলিশ হেফাজতে নজির আহমেদ সাফু (৪১) নিহতের ১৫ দিন পর গত ৮ মে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন সাপুর স্ত্রী শিরীন সুলতানা রিমা (৩৪)। এ মামলায় সরাইল থানার এস আই সাইফুল ইসলাম (সরাইল সদরের বিট অফিসার) ও এ এস আই সাইফুল ইসলামসহ মোট ১৫ জনকে আসামী করা হয়েছে। গত ১১ মে বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ শারমিন সুলতানা নিগার এক আদেশে জেলা পুলিশ সুপার মো. আনিছুর রহমানকে এই মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে গত ২১ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে সাপুর বড় ভাই জাফর আহমেদ বাদী হয়ে সরাইল থানায় জমি সংক্রান্ত বিরোধে জড়িত সাপুর প্রতিপক্ষের ১৩ জনের বিরূদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। যদিও তারা বলেছিলেন এই মামলায় কি লেখা হয়েছে তা দেখেননি। তাড়াহুড়া করে পুলিশ স্বাক্ষর দিতে বলেছেন। তাই স্বাক্ষর দিয়েছেন। আর পুলিশের বক্তব্য ছিল তারা বুঝে শুনে নিজেরা উপস্থিত থেকে মামলা লিখে জমা দিয়েছেন। সাপু উপজেলার সদর ইউনিয়নের আলীনগর গ্রামের (মোল্লাবাড়ির) হাফেজ ওবায়দুল্লাহর ছেলে। রিমার মামলায় বলা হয়েছে, রিমার স্বামী সাপুর ক্রয়কৃত বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। স্থানীয় ভূমি দস্যু একটি সিন্ডিকেট (মামলার ৩-১৫ নং আসামীরা) জোর পূর্বক বাড়িটি দখলের চেষ্টা করে আসছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা সরাইল থানার এস আই মো. সাইফুল ইসলাম (সরাইল সদরের বিট অফিসার) ও এ এস আই মো. সাইফুল ইসলামের সাথে অনৈতিক পন্থায় সম্পর্ক গড়ে তুলে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন দুপুর ২টার দিকে শাহ সিরাজ উদ্দিনের ফার্ণিশার্সের দোকানের সামনে জুম্মানসহ ৮-১০ জন লোক সাপুকে বলে, তারা পাওয়ার পেয়েছে। বাড়ির দখল ছেড়ে দিতে হবে। দখল না ছাড়লে সাপুকে প্রাণনাশের হুমকি দেয়। ভূমি দস্যুরা সাপুর নিকট ৫০ লাখ টাকা চাঁদাও দাবী করে। ২১ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাপুর বাড়ির পাশে তারা মহড়া দিতে থাকে। জুম্মান সাপুর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। আর বাড়ির দখল ছাড়তে হুমকি দিতে থাকে। তাদের বাক-বিতন্ডা চলাকালে অন্যরাও সরাইল থানার এস আই সাইফুল ইসলাম ও এ এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সাপুর বসত ঘরে প্রবেশ করে সাপুকে বেধরক মারধর করে। টেনে হিছড়ে তারা সাপুর ইচ্ছার বিরূদ্ধে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে থানায় নিয়ে যায়। এ সময় উল্লেখিত দুই পুলিশ কর্মকর্তার সামনেই সাপুর প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে দিতে আবারও হুমকি দেয়। অস্বীকার করায় আবারও তারা সাপুকে মারধর করে। মারপিটের কারণে সাপুর চিৎকার অনেক পথচারী শুনেছেন। অনেকে সাপুকে দেখতে চাইলে থানার প্রধান ফটকেই তাদেরকে আটকে দেয়। আসামীদের মারপিটে গুরূতর আহত সাপুকে থানায় নেওয়ার পর অজ্ঞান ও নিস্তেজ হয়ে পড়ে। দ্রূত হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কর্তব্যরত চিকিৎসক সাপুকে মৃত ঘোষণা করেন। সাপুর লাশ গ্রহন করে গোসল করানোর সময় দেখা যায়, বুকের বাম পাশে নীচে ফুলা। দুই হাতের তালুতে কালচে দাগ। এ ছাড়াও দেহের বিভিন্ন স্থানে ফুলা লালচে দাগ। সাপুর মৃত্যুর পর তার বড় ভাই জাফর আহমেদকে থানায় ডেকে নেন পুলিশ। জাফরকে বসিয়ে রেখে তড়িঘড়ি করে একজন পুলিশ দ্বারা একটি কম্পোজ ও প্রিন্ট করেন। জাফরকে পড়িতে, বুঝিতে না দিয়ে সহোদর ভাই মৃত্যুর আকস্মিকতা প্রচন্ড মনোকষ্টে হতবিহবল ও কিংকর্তব্য বিমূঢ় থাকাকালে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা প্রভাবিত করে ওই কাগজে স্বাক্ষর করান। তড়িঘড়ি করে উক্ত কাগজে স্বাক্ষর নিয়ে কৌশলে প্রকৃত সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ঘটনার পর সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেছেন, মামলার বাদী করার জন্য সাপুকে থানায় আনা হয়েছিল। পুলিশ হেফাজতে নয়। প্রতিপক্ষের দ্বারা মানসিক নির্যাতনের কারণে সাপু ষ্ট্রোক করেছেন। এরপর রয়েছে ময়না তদন্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারি পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, পুলিশের কি দায় পড়েছে যে উনাদেরকে দিয়ে মামলা করাবে। তারা শিক্ষিত ও ভদ্র লোক। তারা বুঝে শুনে নিজেরাই মামলা করেছেন। ময়না তদন্তের রিপোর্ট ও পুলিশ প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রসঙ্গত: গত ৩/৪ বছর আগে সাপু তাদের বাড়ির পাশেই এক স্বজনের পাকা ভবনসহ বসতবাড়ির জায়গা ক্রয় করেন। সম্প্রতি ওই জায়গা নিয়ে তার গোত্রের মোসাহেদ উল্লাহর সাথে বিরোধ হয়। তৈরী হয় পক্ষ বিপক্ষ। গত ২১ এপ্রিল বৃহস্পতিবার রাতে জুম্মান সাপুর বসত ঘরে ঢুকে ভাংচুর করে। সাপুর সাথে জুম্মানের ধস্তাধস্তি হয়। পুলিশ এসে জুম্মান ও সাপুকে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পরই অসুস্থ্য হয়ে পড়লে পুলিশ তাকে দ্রূত হাসপাতালের নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাপু মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত দুটি হত্যা মামলা হয়েছে। একটি আদালতে অপরটি থানায়।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাপু নিহতের ১৫ দিন পর ২ পুলিশ সহ ১৫ জনের বিরূদ্ধে স্ত্রীর হত্যা মামলা

আপডেট সময় : ১২:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২

সরাইলে পুলিশ হেফাজতে নজির আহমেদ সাফু (৪১) নিহতের ১৫ দিন পর গত ৮ মে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন সাপুর স্ত্রী শিরীন সুলতানা রিমা (৩৪)। এ মামলায় সরাইল থানার এস আই সাইফুল ইসলাম (সরাইল সদরের বিট অফিসার) ও এ এস আই সাইফুল ইসলামসহ মোট ১৫ জনকে আসামী করা হয়েছে। গত ১১ মে বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ শারমিন সুলতানা নিগার এক আদেশে জেলা পুলিশ সুপার মো. আনিছুর রহমানকে এই মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে গত ২১ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে সাপুর বড় ভাই জাফর আহমেদ বাদী হয়ে সরাইল থানায় জমি সংক্রান্ত বিরোধে জড়িত সাপুর প্রতিপক্ষের ১৩ জনের বিরূদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। যদিও তারা বলেছিলেন এই মামলায় কি লেখা হয়েছে তা দেখেননি। তাড়াহুড়া করে পুলিশ স্বাক্ষর দিতে বলেছেন। তাই স্বাক্ষর দিয়েছেন। আর পুলিশের বক্তব্য ছিল তারা বুঝে শুনে নিজেরা উপস্থিত থেকে মামলা লিখে জমা দিয়েছেন। সাপু উপজেলার সদর ইউনিয়নের আলীনগর গ্রামের (মোল্লাবাড়ির) হাফেজ ওবায়দুল্লাহর ছেলে। রিমার মামলায় বলা হয়েছে, রিমার স্বামী সাপুর ক্রয়কৃত বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। স্থানীয় ভূমি দস্যু একটি সিন্ডিকেট (মামলার ৩-১৫ নং আসামীরা) জোর পূর্বক বাড়িটি দখলের চেষ্টা করে আসছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা সরাইল থানার এস আই মো. সাইফুল ইসলাম (সরাইল সদরের বিট অফিসার) ও এ এস আই মো. সাইফুল ইসলামের সাথে অনৈতিক পন্থায় সম্পর্ক গড়ে তুলে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন দুপুর ২টার দিকে শাহ সিরাজ উদ্দিনের ফার্ণিশার্সের দোকানের সামনে জুম্মানসহ ৮-১০ জন লোক সাপুকে বলে, তারা পাওয়ার পেয়েছে। বাড়ির দখল ছেড়ে দিতে হবে। দখল না ছাড়লে সাপুকে প্রাণনাশের হুমকি দেয়। ভূমি দস্যুরা সাপুর নিকট ৫০ লাখ টাকা চাঁদাও দাবী করে। ২১ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাপুর বাড়ির পাশে তারা মহড়া দিতে থাকে। জুম্মান সাপুর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। আর বাড়ির দখল ছাড়তে হুমকি দিতে থাকে। তাদের বাক-বিতন্ডা চলাকালে অন্যরাও সরাইল থানার এস আই সাইফুল ইসলাম ও এ এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সাপুর বসত ঘরে প্রবেশ করে সাপুকে বেধরক মারধর করে। টেনে হিছড়ে তারা সাপুর ইচ্ছার বিরূদ্ধে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে থানায় নিয়ে যায়। এ সময় উল্লেখিত দুই পুলিশ কর্মকর্তার সামনেই সাপুর প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে দিতে আবারও হুমকি দেয়। অস্বীকার করায় আবারও তারা সাপুকে মারধর করে। মারপিটের কারণে সাপুর চিৎকার অনেক পথচারী শুনেছেন। অনেকে সাপুকে দেখতে চাইলে থানার প্রধান ফটকেই তাদেরকে আটকে দেয়। আসামীদের মারপিটে গুরূতর আহত সাপুকে থানায় নেওয়ার পর অজ্ঞান ও নিস্তেজ হয়ে পড়ে। দ্রূত হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কর্তব্যরত চিকিৎসক সাপুকে মৃত ঘোষণা করেন। সাপুর লাশ গ্রহন করে গোসল করানোর সময় দেখা যায়, বুকের বাম পাশে নীচে ফুলা। দুই হাতের তালুতে কালচে দাগ। এ ছাড়াও দেহের বিভিন্ন স্থানে ফুলা লালচে দাগ। সাপুর মৃত্যুর পর তার বড় ভাই জাফর আহমেদকে থানায় ডেকে নেন পুলিশ। জাফরকে বসিয়ে রেখে তড়িঘড়ি করে একজন পুলিশ দ্বারা একটি কম্পোজ ও প্রিন্ট করেন। জাফরকে পড়িতে, বুঝিতে না দিয়ে সহোদর ভাই মৃত্যুর আকস্মিকতা প্রচন্ড মনোকষ্টে হতবিহবল ও কিংকর্তব্য বিমূঢ় থাকাকালে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা প্রভাবিত করে ওই কাগজে স্বাক্ষর করান। তড়িঘড়ি করে উক্ত কাগজে স্বাক্ষর নিয়ে কৌশলে প্রকৃত সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ঘটনার পর সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেছেন, মামলার বাদী করার জন্য সাপুকে থানায় আনা হয়েছিল। পুলিশ হেফাজতে নয়। প্রতিপক্ষের দ্বারা মানসিক নির্যাতনের কারণে সাপু ষ্ট্রোক করেছেন। এরপর রয়েছে ময়না তদন্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারি পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, পুলিশের কি দায় পড়েছে যে উনাদেরকে দিয়ে মামলা করাবে। তারা শিক্ষিত ও ভদ্র লোক। তারা বুঝে শুনে নিজেরাই মামলা করেছেন। ময়না তদন্তের রিপোর্ট ও পুলিশ প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রসঙ্গত: গত ৩/৪ বছর আগে সাপু তাদের বাড়ির পাশেই এক স্বজনের পাকা ভবনসহ বসতবাড়ির জায়গা ক্রয় করেন। সম্প্রতি ওই জায়গা নিয়ে তার গোত্রের মোসাহেদ উল্লাহর সাথে বিরোধ হয়। তৈরী হয় পক্ষ বিপক্ষ। গত ২১ এপ্রিল বৃহস্পতিবার রাতে জুম্মান সাপুর বসত ঘরে ঢুকে ভাংচুর করে। সাপুর সাথে জুম্মানের ধস্তাধস্তি হয়। পুলিশ এসে জুম্মান ও সাপুকে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পরই অসুস্থ্য হয়ে পড়লে পুলিশ তাকে দ্রূত হাসপাতালের নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাপু মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত দুটি হত্যা মামলা হয়েছে। একটি আদালতে অপরটি থানায়।

মাহবুব খান বাবুল