মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার সাংবাদিক নেতা প্রয়াত রিয়াজ উদ্দিন জামি স্মরণে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঘোষণা করা হয়েছে তিন দিনের শোক। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল এর সঞ্চালনায় ও সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় উক্ত সিদ্ধান্ত গৃহিত হয়। প্রথিতযশা ও সাহসী সাংবাদিক জামির বর্ণাঢ্য সাংবাদিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- সরাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোঃ সামসুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক দীপক কুমার দেবনাথ, প্রেসক্লাবের আজীবন সদস্য উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি শফিকুল ইসলাম সেলু, সরাইল উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সুমন পারভেজ, ন্যাপ নেতা আব্দুল জব্বার প্রমুখ। বক্তারা বলেন, জামি ছিলেন বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতার পথিকৃত। উনার লেখায় জেলা দেশ ও জাতী উপকৃত হয়েছে। সকল সেক্টরের অনিয়ম দূর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্ছার এক আতংকের নাম ছিল জামি। সৎ নম্র ভদ্র বিনয়ী জামি ছিলেন জেলার গণমাধ্যম কর্মীদের একজন দায়িত্বশীল অভিভাবক। জামির আকস্বিক অনাঙ্খাকিত মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সংগঠন সমৃহ ও গণমাধ্যম কর্মীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। সভায় রিয়াজ উদ্দিন জামির আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সরাইল প্রেসক্লাব আগামী তিন দিনের শোক ঘোষণা করেছেন। প্রেসক্লাব কার্যালয়ের সামনে তিন দিন কাল পতাকা উত্তোলন ও সকল সদস্য কাল ব্যাজ ধারণ করনে। সবশেষে জামির বিদেহি আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়।