সরাইল মহিলা কলেজের গণহত্যা দিবস পালন
- আপডেট সময় : ০৭:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজ যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করেছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের প্রভাষক সৈয়দ জাকিরূল ইসলামের সঞ্চালনায় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাহফুজ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. করম আলী, মো. রহমত আলী, কলেজের সকল প্রভাষক ও শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন কলেজের ভাপরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব খান, প্রভাষক মো. শফিকুর রহমান, মো. রূহুল আমীন রূবেল। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্যেশ্যে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গণের একাধিক ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন। তিনি দিবসটির উদ্যেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করেছেন। সবশেষে দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহিদদের রূহের মাগফিরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। একই দিনে সরাইল সরকারি কলেজও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেছেন। সেখানে স্বাধীনতা যুদ্ধের গুরূত্বপূর্ণ কিছু ঘটনা তুলে ধরেছেন সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন