প্রতিবছর পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল করে আসছে সরাইল প্রেসক্লাব। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল। প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক জহিরূল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। সম্প্রতি অন্তর্ভূক্ত ৪ জন সম্মানিত আজীবন সদস্যের হাতে পত্র তুলে দেন প্রেসক্লাব কর্তৃপক্ষ। স্বাগত বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজীবন সদস্য রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, আ’লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ। উপসি’ত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক (চক্ষু) ডা: মো. ফখরূল ইসলাম শিবলী, এডভোকেট কামরূজ্জামান আনছারী, ব্যবসায়ি ফয়সাল আহমেদ মৃধা দুলাল, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ বিশ্বাস। পুলিশ ও সরকারি দফতরের সমূহের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপসি’ত ছিলেন। বক্তারা বলেন, ৪৮ বছরের পুরাতন ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাব ঐক্যবদ্ধ ভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন অনিয়ম,দূর্নীতি,অসঙ্গতি, মানবিকতা ও অর্জন স্বচ্ছতার সাথে তুলে ধরছেন জাতির সামনে। সেইসাথে দরিদ্র অসহায় ও প্রতিবন্ধিদের সহায়তা করে আসছেন তারা। কাজ করছেন ইতিহাস ঐতিহ্য ও সাহিত্য সংস্কৃতি নিয়েও। ভাষা দিবসের সূতিকাঘার সরাইল। এখান থেকেই তখনকার প্রাথমিক শিক্ষক সমিতি ১৯৪৭ খ্রিষ্টাব্দে প্রথম রাষ্ট্রভাষা বাংলার দাবী তুলেছিলেন। এই দিবসটিও অত্যন্ত গুরূত্বের সাথে পালন করে আসছে প্রেসক্লাব। সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মশিউর রহমান। পত্র পেয়ে অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি আ’লীগ নেতা এডভোকেট কামরূজ্জামান আনছারী, বিশিষ্ঠ ঠিকাদার ও সমাজসেবক মো. শফিকুল ইসলাম খন্দকার সেলু, ব্যবসায়ি ও সাংবাদিক আব্দুল মালেক ও মনোয়ারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. বিগ্লব হোসাইন।
মাহবুব খান বাবুল