Dhaka 2:34 am, Wednesday, 11 September 2024
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় প্রফেসর ডাঃ ইব্রাহিম এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত বন্যার্তদের পাশে দাড়িয়েছে চাঁদপুর নৌ পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানির বীমার মেয়াদপূর্তি চেক প্রদান ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের আহ্বানে আখাউড়ায় ত্রাণ বিতরণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গুজব প্রতিরোধে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়রকে অশ্রুসিক্ত বিদায় সতীর্থদের

সরাইল পিডিবি’র বিদ্যুৎ সাশ্রয়ের নমুনা দিনের বেলায় জ্বলছে সিকিউরিটি বাল্ব!

  • Reporter Name
  • Update Time : 10:13:54 pm, Sunday, 7 August 2022
  • 219 Time View

বেড়ে গেছে জ্বালানী সামগ্রির মূল্য। এই মূহুর্তে বিদ্যুৎ নিয়ে ভাবছেন সরকার। সাশ্রয়ে নিচ্ছেন নানা পদক্ষেপ। বিদ্যুৎ সাশ্রয়ে আরো মনযোগি ও সচেতন হতে প্রত্যেক প্রতিষ্ঠানকে দিয়েছেন কিছু নির্দেশনা সম্বলিত পত্র। প্রচন্ড তাপদাহেও সরকারের নির্দেশে সমগ্র দেশেই চলছে লোডশেডিং। আর সেই সময়ে দিনের বেলায় নিয়মিত জ্বলছে সরাইল পিডিবি অফিসের সিকিউরিটি বাতি (বৈদ্যুতিক বাল্ব)। একাধিক গ্রাহক বলছেন ‘সরষের মধ্যেই ভূত।’ আজ রবিবার সকাল ৯টা ২২ মিনিটে নেয়া দিনের আলোয় জলন্ত বাতির ছবিটি। এ অফিসের দুপুর বেলায় জলন্ত বাতির ছবি একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলেও আমলে নেননি কর্তৃপক্ষ। তবে মুঠোফোনে দিনের বেলায় নিজ দফতরে বাতি জ্বলার কথা শুনে থমকে যান নির্বাহী প্রকৌশলী। সরজমিনে দেখা যায়, আজ রবিবার ঘড়ির কাটায় সকাল ৯টা ২২ মিনিট। সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে (বিক্রয় ও বিতরণ) কিছু লোক নড়াচড়া করছেন। কারণ জরূরী এই বিভাগে লাইনম্যান সহ কিছু লোক রাত্রী যাপন করার কথা। দ্বিতল এই অফিস ভবনের নিচতলার উত্তর পাশে বাহিরে একটি সিকিউরিটি বৈদ্যুতিক বাল্ব রয়েছে। এক্সেন-এর কক্ষ সংলগ্ন ওই বাল্বটি দিনের আলোতেই জ্বলছে জ্বলজ্বল করে। গত এক বছরেরও অধিক সময় ধরে এভাবেই জ্বলে আসছে বাতিটি। কখনো বিকাল ৩টায়, ২টায় ও ১২টায় বাতিটি অফ করেন তারা। তবে সকাল ১০টা পর্যন্ত এই বাতিটি জ্বলবেই। সম্প্রতি সরকার যখন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছেন। বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠান সমূহকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য পত্র দ্বারা নির্দেশ দিয়েছেন। বিদ্যুতের খরচ কমাতে প্রচন্ড তাপদাহের মধ্যেও সরকার ২-৩ ঘন্টার লোডশেডিং দিয়েছেন। দেশের স্বার্থে গ্রাহকরাও মেনে নিয়েছেন। যা চলমান আছে। এমন সময় সরাইল পিডিবি সিকিউরিটি বাল্ব দিনের বেলা জ্বালিয়ে রাখবেন। এটা পিডিবি অফিসের বিদ্যুৎ সাশ্রয়ের কেমন নমুনা? গ্রাহক আলাল উদ্দিন জুরূ ও মো. আইয়ুব খান বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে মনে হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বেড়েছে। সাশ্রয়ই এখন একমাত্র উপায়। সাথে লোডশেডিং ও উপকারে আসবে। আর এমন সময়ে সরাইলে খোদ পিডিবি অফিসের সিকিউরিটি বাল্ব দিনের বেলায় ১০টা-১২টা পর্যন্ত জ্বলবে। এ তো দেখছি সরষেতেই ভূত। উনাদেরকে সচেতন করতে আবার কাউকে দায়িত্ব দিতে হবে নাতো? সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) আব্দুর রউফ মুঠোফোনে বলেন, না। কোন সিকিউরিটি বাল্ব দিনের বেলা জ্বলবে না। উনার দফতরের সিকিউরিটি বাতি দিনের বেলায়ও জ্বলে শুনেই হতকচিত হয়ে বলেন, আচ্ছা বিষয়টি দেখছি।

মাহবুব খান বাবুল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

fapjunk
© All rights reserved ©
Theme Developed BY XYZ IT SOLUTION

সরাইল পিডিবি’র বিদ্যুৎ সাশ্রয়ের নমুনা দিনের বেলায় জ্বলছে সিকিউরিটি বাল্ব!

Update Time : 10:13:54 pm, Sunday, 7 August 2022

বেড়ে গেছে জ্বালানী সামগ্রির মূল্য। এই মূহুর্তে বিদ্যুৎ নিয়ে ভাবছেন সরকার। সাশ্রয়ে নিচ্ছেন নানা পদক্ষেপ। বিদ্যুৎ সাশ্রয়ে আরো মনযোগি ও সচেতন হতে প্রত্যেক প্রতিষ্ঠানকে দিয়েছেন কিছু নির্দেশনা সম্বলিত পত্র। প্রচন্ড তাপদাহেও সরকারের নির্দেশে সমগ্র দেশেই চলছে লোডশেডিং। আর সেই সময়ে দিনের বেলায় নিয়মিত জ্বলছে সরাইল পিডিবি অফিসের সিকিউরিটি বাতি (বৈদ্যুতিক বাল্ব)। একাধিক গ্রাহক বলছেন ‘সরষের মধ্যেই ভূত।’ আজ রবিবার সকাল ৯টা ২২ মিনিটে নেয়া দিনের আলোয় জলন্ত বাতির ছবিটি। এ অফিসের দুপুর বেলায় জলন্ত বাতির ছবি একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলেও আমলে নেননি কর্তৃপক্ষ। তবে মুঠোফোনে দিনের বেলায় নিজ দফতরে বাতি জ্বলার কথা শুনে থমকে যান নির্বাহী প্রকৌশলী। সরজমিনে দেখা যায়, আজ রবিবার ঘড়ির কাটায় সকাল ৯টা ২২ মিনিট। সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে (বিক্রয় ও বিতরণ) কিছু লোক নড়াচড়া করছেন। কারণ জরূরী এই বিভাগে লাইনম্যান সহ কিছু লোক রাত্রী যাপন করার কথা। দ্বিতল এই অফিস ভবনের নিচতলার উত্তর পাশে বাহিরে একটি সিকিউরিটি বৈদ্যুতিক বাল্ব রয়েছে। এক্সেন-এর কক্ষ সংলগ্ন ওই বাল্বটি দিনের আলোতেই জ্বলছে জ্বলজ্বল করে। গত এক বছরেরও অধিক সময় ধরে এভাবেই জ্বলে আসছে বাতিটি। কখনো বিকাল ৩টায়, ২টায় ও ১২টায় বাতিটি অফ করেন তারা। তবে সকাল ১০টা পর্যন্ত এই বাতিটি জ্বলবেই। সম্প্রতি সরকার যখন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছেন। বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠান সমূহকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য পত্র দ্বারা নির্দেশ দিয়েছেন। বিদ্যুতের খরচ কমাতে প্রচন্ড তাপদাহের মধ্যেও সরকার ২-৩ ঘন্টার লোডশেডিং দিয়েছেন। দেশের স্বার্থে গ্রাহকরাও মেনে নিয়েছেন। যা চলমান আছে। এমন সময় সরাইল পিডিবি সিকিউরিটি বাল্ব দিনের বেলা জ্বালিয়ে রাখবেন। এটা পিডিবি অফিসের বিদ্যুৎ সাশ্রয়ের কেমন নমুনা? গ্রাহক আলাল উদ্দিন জুরূ ও মো. আইয়ুব খান বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে মনে হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বেড়েছে। সাশ্রয়ই এখন একমাত্র উপায়। সাথে লোডশেডিং ও উপকারে আসবে। আর এমন সময়ে সরাইলে খোদ পিডিবি অফিসের সিকিউরিটি বাল্ব দিনের বেলায় ১০টা-১২টা পর্যন্ত জ্বলবে। এ তো দেখছি সরষেতেই ভূত। উনাদেরকে সচেতন করতে আবার কাউকে দায়িত্ব দিতে হবে নাতো? সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) আব্দুর রউফ মুঠোফোনে বলেন, না। কোন সিকিউরিটি বাল্ব দিনের বেলা জ্বলবে না। উনার দফতরের সিকিউরিটি বাতি দিনের বেলায়ও জ্বলে শুনেই হতকচিত হয়ে বলেন, আচ্ছা বিষয়টি দেখছি।

মাহবুব খান বাবুল