সরাইল পিডিবি’র প্রকৌশলীর অনিয়ম দূর্নীতির তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

- আপডেট সময় : ০২:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ ৩১২ বার পড়া হয়েছে
সরাইল পিডিবি’র উপসহকারি প্রকৌশলী মো. সুমন হোসেন সরদারের অনিয়ম দূর্নীতির এন্তার অভিযোগ ভিডিও বক্তব্যের মাধ্যমে প্রচার করেছিলেন ওই দফতরের কর্মচারি মো. জাকির ও আল-আমীন। কৌশলে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিজের পকেট ভারী করার অভিযোগ ছিল সুমনের বিরূদ্ধে। দুটি ভিডিওই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া ডট কমে ২০২১ খ্রিষ্টাব্দের ১৭ জুলাই শনিবার ‘সরাইল পিডিবি’র কর্মকর্তার সুমন সরদারের নানা অনিয়মের সংবাদ প্রকাশিত হয়েছিল। এছাড়াও স্থানীয় একাধিক দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইল পোর্টালে সুমন সরদারের নানা অনিয়মের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, সরাইল পিডিবি’র উপসহকারি প্রকৌশলীর লাগামহীন অনিয়ম দূর্নীতিতে অতিষ্ঠ সরাইলের বিদ্যুৎ গ্রাহকরা। ভিডিও বক্তব্য সমূহ প্রকাশ্যে প্রচার, একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার বিষয়টি আমলে নিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। অবশেষে কর্তৃপক্ষ সুমন হোসেন সরদারের অনিয়ম দূর্নীতি ও সরকারি রাজস্ব আত্মসাতের বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের একটি তদন্ত টীম গঠন করেছেন। এ বছরের ১০ এপ্রিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কুমিল্লা অঞ্চলের বিতরণ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন) কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পত্রে বলা হয়েছে দূর্নীতি দমন কমিশন, ঢাকা বাংলাদেশ স্মারক নং ০০.০১.০০০০.৫০৩.২৬.০৪৭.২২ (ই-মেইল)-১১০৯৮ তারিখ ১৬/০৩/২০২২ ইং মোতাবেক চেয়ারম্যান, বিউবো, ঢাকা ডায়েরী নং ৬৩৩ তাং ২১/০৩/ ২২ এবং সদস্য বিতরণ, বিউবো, ঢাকার ডায়েরী নং ২৮৭৯ তাং ২৩/০৩/২২ইং অনুযায়ী বিক্রয় ও বিতরণ বিভাগ সরাইল, বিউবো, ব্রাহ্মণবাড়িয়া দপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. সুমন হোসেন সরদারের বিরূদ্ধে অনিয়ম দূর্নীতি ও সরকারের রাজস্ব আত্মসাৎ করেছে বলে ভিডিও বার্তায় প্রকাশিত অভিযোগ (৬ পাতা) এর বিষয়টি তদন্ত করে সুনির্দিষ্ট একটি প্রতিবেদন প্রদানের নিমিত্তে নিম্ন বর্ণিত কর্মকর্তাগনের সমন্বয়ে ০৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হইল। তদন্ত কমিটির সদস্যরা হলেন- আহবায়ক বিউবো, বিবিবি-১, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার। সদস্য পওস, সার্কেল, বিউবো কুমিল্লার সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন) শাহীন সুলতানা ও অপর সদস্য বিতরণ কুমিল্লা অঞ্চল বিউবো কুমিল্লার সহকারী প্রকৌশলী মো. এনায়েত হোসেন। এই কমিটিকে ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে উল্লেখিত বিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশ প্রদান করেছেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ। তদন্ত কমিটির আহবায়ক বিউবো ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার বলেন, তদন্ত কার্যক্রম এখনো শেষ হয়নি। চলমান আছে।
মাহবুব খান বাবুল