ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কেন্দ্রীয় শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি পরিচালনা কমিটি গঠিত হয়েছে। আগামী তিন বছরের জন্য ধর্মীয় এই প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় কালীবাড়ির কার্যালয়ে শ্বদেশ বন্ধু দেব এর সভাপতিত্বে সাধারণ সভায় এই নতুন কমিটি নির্বাচন করা হয়। এতে গত কমিটির সভাপতি দিলীপ বনিক,সাধারণ সম্পাদক অসীম কুমার ধর,সাংগঠনিক সম্পাদক নারায়ন চক্রবর্ত্তীকে আবারও নির্বাচন করেন সভায় উপস্থিত উপদেষ্টা এবং সদস্যগন। পাশাপাশি সভাপতি সম্পাদককে দ্বায়িত্ব দেয়া হয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ঠাকুর ধন বিশ্বাস,স্বদেশ বন্ধু দেব,সুশীল দেব, দেবদাস সিংহ রায় প্রমূখ।
মাহবুব খান বাবুল