সরাইল উপজেলা পরিষদের ৬ তলা ফাউন্ডেশন ভবন নির্মাণ কাজের উদ্বাধন করেছেন চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। আজ বৃহস্পতিবার সকালে বেইজ ঢালাইয়ের মধ্য দিয়ে ৬ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নান্দনিক এই ভবনটি নির্মাণের যাত্রা শুরূ করেছেন ঠিকাদার মো. শফিকুল ইসলাম খন্দকার সেলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ মো. খালিদ জামিল খান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন। উপজেলা পরিষদ ও ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্র জানায়, সরাইল উপজেলা চত্বরের দফতর সমূহ ও পরিবেশ পাল্টাতে শুরূ করেছে। সকল দফতরেই আসছে নান্দনিকতা। ৬ হাজার ৭৫ বর্গফুট পরিমাণ উপজেলা পরিষদ ভবনটির ৪ তলা সম্পন্ন হবে। এ ভবনে থাকবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দফতর। থাকবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীসহ অন্যান্য সরকারি দফতর সমূহ। আর এর পাশেই নির্মাণ হবে ৬ তলা ফাউন্ডেশন ৪ হাজার ৫৩৬ বর্গফুট পরিমাণ একটি উপজেলা পরিষদ মিলনায়তন (হল রূম)। চারিদিকে গ্লাসবেষ্টিত ওই মিলনায়তনেও থাকবে আধুনিকতার ছুঁয়া। কাজটি আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন ঠিকাদার।
মাহবুব খান বাবুল